দীপাবলিতে খুশির খবর দিতে পারে রিলায়েন্স, ৫জি জিওফোন লঞ্চের সম্ভাবনা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 06, 2021 | 10:31 PM

এর আগে ২০১৮ সালে জিওফোন ২ লঞ্চ করেছিল রিলায়েন্স। qwerty keypad- এর ওই ফোনের ডিজাইন ছিল অনেকটা ব্ল্যাকবেরি ফোনের মতো। ৪জি পরিষেবা ছিল ওই ফোনে। ওই ফোনের দাম ছিল মাত্র ২৯৯৯ টাকা।

দীপাবলিতে খুশির খবর দিতে পারে রিলায়েন্স, ৫জি জিওফোন লঞ্চের সম্ভাবনা
অক্টোবর-নভেম্বর নাগাদ লঞ্চ হতে পারে এই ফোন।

Follow Us

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে, ৫জি জিওফোন লঞ্চ করতে পারে রিলায়েন্স। এবার শোনা গিয়েছে, সম্ভবত চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে হয়তো নতুন ৫জি সাপোর্টের জিওফোন লঞ্চ করতে পারেন রিলায়েন্স কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে অনুমান ছিল, রিলায়েন্সের AGM 2021- এ লঞ্চ হতে পারে এই ৫জি ফোন। তবে এবার সূত্র মারফৎ প্রকাশ্যে এসেছে অন্য তথ্য।

আগামী ২৪ জুন রিলায়েন্সের AGM 2021 অনুষ্ঠিত হবে। শোনা গিয়েছে, এই ইভেন্টের নতুন জিওফোনের পাশাপাশি জিওবুকের ব্যাপারেও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন রিলায়েন্স কর্তৃপক্ষ। যদিও এই প্রসঙ্গে রিলায়েন্সের তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু বলা হয়নি। তবে শোনা যাচ্ছে, এই ৫জি জিওফোনে অ্যানড্রয়েড গো অপারেটিং সিস্টেম থাকতে পারে। দাম হতে পারে আনুমানিক ৩৬৫০ টাকার আশপাশে। রিলায়েন্স জিও- র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রি-বুকিংয়ের অপশনও থাকার সম্ভাবনা রয়েছে।

কিছুদিন আগে শোনা গিয়েছিল, জিও-র সঙ্গে জোট বেঁধেছে গুগল। সাধ্যের মতো স্মার্টফোন তৈরির জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই। দুই সংস্থারই লক্ষ্য মধ্যবিত্তের সাধ্যের মধ্যে স্মার্টফোনের দাম নির্ধারিত করা। গত বছরই জিও-র ৭.৭ শতাংশ শেয়ার কিনে নিয়েছিল গুগল। ৩৩,৭৩৭ কোটি টাকায় বিনিময়ে এই শেয়ার কিনেছিল মার্কিন টেক-জায়ান্ট। এছাড়া গুগলের সঙ্গে জিও প্ল্যাটফর্মের একটি ব্যবসায়িক চুক্তিও হয়েছিল। এর মাধ্যমেই ‘অ্যাফোর্ডেবল স্মার্টফোন’ অর্থাৎ মাঝারি দামের মধ্যে মধ্যবিত্তের স্বপ্নপূরণের দায়িত্ব নিয়েছে এই দুই সংস্থা।

আরও পড়ুন- পোকো এম৩ প্রো: ভারতে এই ৫জি ফোন লঞ্চের আগে অনলাইনে প্রকাশ পেল সম্ভাব্য দাম

এর আগে ২০১৮ সালে জিওফোন ২ লঞ্চ করেছিল রিলায়েন্স। qwerty keypad- এর ওই ফোনের ডিজাইন ছিল অনেকটা ব্ল্যাকবেরি ফোনের মতো। ৪জি পরিষেবা ছিল ওই ফোনে। ওই ফোনের দাম ছিল মাত্র ২৯৯৯ টাকা।

Next Article