Samsung Galaxy A03s: ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Aug 19, 2021 | 6:28 AM

এই স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা।

Samsung Galaxy A03s: ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন স্মার্টফোন, জেনে নিন দাম ও ফিচার
এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি বাজেট ফ্রেন্ডলি ফোন। গ্যালাক্সি সিরিজের বেশিরভাগ ফোনই বেশ হাই রেঞ্জ অর্থাৎ দাম যথেষ্ট বেশির দিকেই থাকে। সেই তুলনায় গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন মডেল স্যামসাং গ্যালাক্সি এ০৩এস- এর দাম বেশ কম। এই ফোনে রয়েছে একটি অক্টা কোর MediaTek প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। অর্থাৎ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে রয়েছে মোট তিনটি ক্যামেরা সেনসর। ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে একটি নচ ডিজাইন। সেখানে রয়েছে সেলফি সেনসর। দু’টি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশন ও তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোন।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনের দাম এবং উপলব্ধতা-

এই স্মার্টফোনের ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। কালো, নীল এবং সাদা- এই তিনটি রঙের ম্যাট ফিনিশে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোন। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট Samsung.com এবং অন্যান্য জনপ্রিয় ও বড় অনলাইন পোর্টাল ও দেশের বিভিন্ন বড় রিটেল স্টোর থেকে এই ফোন কেনার সুযোগ পাবেন ক্রেতারা। যদি কোনও ক্রেতা আইসিআইসিআই ব্যাঙ্কের ডেভিট ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং বিভিন্ন ফিন্যান্সিং সংস্থা যেমন স্যামসাং ফিন্যান্স প্লাস, বাজাজ ফিন্যান্স অথবা টিভিএস- এই সবের মারফৎ স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোন কেনেন তাহলে এক হাজার টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে ক্রেতাদের কাছে।

স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনের বিভিন্ন ফিচার-

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ এবং One UI 3.1 Core- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির একটি এইচডি প্লাস Infinity V TFT ডিসপ্লে।
  • স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনে রয়েছে একটি অক্টা কোর MediaTek Helio P35 প্রসেসর।
  • প্রসেসরের সঙ্গে ৪ জিবি পর্যন্ত র‍্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজ ১ টিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়াও সেলফি ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেলের সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনে রয়েছে ৪জি এলটিই পরিষেবা। এছাড়াও ওয়াই ফাই, জিপিএস, ব্লুটুথ ভি ৫.০, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট রয়েছে, ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
  • স্যামসাং গ্যালাক্সি এ০৩এস ফোনে রয়েছে ৫০০০mAh ব্যাটারি। ফোনের ওজন ১৯৬ গ্রাম।

আরও পড়ুন- Realme GT Master Edition: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দেখে নিন বিভিন্ন ফিচার ও দাম

Next Article