AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Realme GT Master Edition: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দেখে নিন বিভিন্ন ফিচার ও দাম

তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

Realme GT Master Edition: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, দেখে নিন বিভিন্ন ফিচার ও দাম
এই ফোনে কী কী স্পেশ্যাল ফিচার রয়েছে দেখে নিন।
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 4:01 PM
Share

রিয়েলমি জিটি ৫জি ফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এই ৫জি ফোনেও রিয়েলমি জিটি ফোনের মতোই রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনে রয়েছে mid-range Snapdragon 778G প্রসেসর। রিয়েলমি জিটি মাস্টার এডিশন একটি বিশেষ ভার্সানে লঞ্চ হচ্ছে। সেখানে থাকছে একটি স্যুটকেসের মতো ব্যাক ডিজাইন। এই ডিজাইন তৈরি করেছেন জাপানের বিখ্যাত ডিজাইনার Naoto Fukasawa। একটি ভেগান লেদার মেটেরিয়াল দিয়ে এই ব্যাক ডিজাইন তৈরি হয়েছে।

ভারতে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৫জি ফোনের দাম

তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে, রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। তবে মূল আকর্ষণ রয়েছে স্যুটকেসের মতো ডিজাইনের মডেলের উপর। রিয়েলমি জিটি মাস্টার এডিশনের এই স্পেশ্যাল মডেল Voyager Grey রঙে পাওয়া যাবে। এছাড়াও Cosmos Blue এবং Luna White, এই দুই রঙ বেছে নেওয়ার সুযোগও থাকছে।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হবে আগামী ২৬ অগস্ট থেকে। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সেল শুরু দিন এখনও ঘোষণা করেননি রিয়েলমি কর্তৃপক্ষ। রিয়েলমি জিটি ৫জি ফোনের মতোই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশপাশি রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট Realme.com এবং অন্যান্য বড় দোকানে এই ফোন কিনতে পাওয়া যাবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ফ্লিপকার্টের স্মার্ট আপগ্রেড প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছে রিয়েলমি সংস্থা। এর সাহায্যে রিয়েলমি জিটি ৫জি ফোন এক বছরের জন্য কেনা যাবে। এর জন্য ফোনের দামের ৭০ শতাংশ টাকা দিতে হবে ক্রেতাদের।

রিয়েলমি জিটি মাস্টার এডিশনের বিভিন্ন ফিচার-

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ৫জি স্মার্টফোন পরিচালিত হয় Realme UI 2.0 এবং অ্যানড্রয়েড ১১- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED ডিসপ্লে।
  • রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে octa-core Qualcomm Snapdragon 778G প্রসেসর।
  • এই ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। তবে এখানে রয়েছে Dynamic RAM এক্সপ্যানশন সাপোর্ট। অর্থাৎ ইনবিল্ড স্টোরেজ ব্যবহার করে ৫ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব।
  • রিয়েলমি জিটি ৫জি এবং রিয়েলমি জিটি মাস্টার এডিশনে রয়েছে একই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার।
  • সেলফি তোলা এবং ভিডিয়ো কলের জন্য এই ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 ক্যামেরা সেনসর।
  • এই ফোনের ব্যাটারি ৪৩০০mAh। তার সঙ্গে রয়েছে ৬৫W SuperDart ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে।
  • রিয়েলমি জিটি মাস্টার এডিশনে কানেক্টিভিটি অপশন হিসেবে রয়েছে ৫জি এবং ৪জি এলটিই পরিষেবা। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ, জিপিএস / এ – জিপিএস, এনএফসি এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৫জি স্মার্টফোন, কোন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কত?