সস্তার Galaxy A04s লঞ্চ করল Samsung, দাম ও স্পেসিফিকেশন দেখে নিন
Galaxy A04s এর দাম 4GB/64GB ভ্যারিয়েন্টের দাম 13,499 টাকা। কালো, কপার এবং সবুজ রঙে পাওয়া যাবে ফোনটি। ইতিমধ্যেই বিক্রিবাট্টার জন্য ফোনটি সমস্ত রিটেল দোকান, স্যামসাংয়ের ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাবে।
উৎসবের মরসুমে ভারতে একটি বাজেট হ্যান্ডসেট নিয়ে হাজির হল Samsung। কোম্পানির সেই লেটেস্ট স্মার্টফোনের নাম Galaxy A04s। বাজেট ফোনটির গুরুত্বপূর্ণ ফিচার ও স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে Exynos প্রসেসর, 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং এক্সপ্যান্ডেবল স্টোরেজ অপশন।
Samsung Galaxy A04s চালিত হবে অক্টা-কোর এক্সিনোস 850 প্রসেসর দ্বারা চালিত। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত প্রসারণযোগ্য স্টোরেজ সহ 64GB ইনবিল্ট স্টোরেজ উপলব্ধ এই বাজেট স্মার্টফোনে। 4GB পর্যন্ত RAM-এর অপশন রয়েছে Galaxy A04s।
স্মার্টফোনটিতে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM-এর সাপোর্টও রয়েছে। সফটওয়্যারের দিক থেকে Android 12-এর উপর ভিত্তি করে One UI 4.1 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Galaxy A04s ফোনটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। রয়েছে একটি 6.5-ইঞ্চি HD+ Infinity-V ডিসপ্লে। এই ডিসপ্লেটি ডলবি অ্যাটমস সাপোর্ট করে।
Galaxy A04s-এ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP ডেপথ সেন্সর এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 5MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
Galaxy A04s ফোনের রিটেল বক্সের ভিতরে একটি 15W চার্জার দেওয়া হচ্ছে। এদিকে ফোনে একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। ফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া হয়েছে।
Galaxy A04s এর দাম 4GB/64GB ভ্যারিয়েন্টের দাম 13,499 টাকা। কালো, কপার এবং সবুজ রঙে পাওয়া যাবে ফোনটি। ইতিমধ্যেই বিক্রিবাট্টার জন্য ফোনটি সমস্ত রিটেল দোকান, স্যামসাংয়ের ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে পাওয়া যাবে।