AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এত সস্তায় 5G ফোন! ফিচারেই ঘুম কাড়বে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের

Samsung Galaxy A15 5G Price: ফোনটি তিনটি রঙে বাজারে এসেছে। তার মধ্যে রয়েছে নীল, হালকা নীল এবং কালো। আপনি SBI ব্যাঙ্কের কার্ডে 1,500 টাকার ক্যাশব্যাক সহ ফোনটি কিনতে পারবেন। ফোনটি স্যামসাং ই-স্টোর এবং রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।

এত সস্তায় 5G ফোন! ফিচারেই ঘুম কাড়বে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের
| Updated on: Dec 28, 2023 | 9:51 AM
Share

বছরের শেষে এসেও Samsung তার সস্তার ফোন বাজারে এনেছে। Samsung Galaxy A15 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি 5G স্মার্টফোন। ফোনটি MediaTek চিপসেট সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে Android 14 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে FHD+ ডিসপ্লে রয়েছে। আর ফোনটিতে রয়েছে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট। এখানেই শেষ নয়, ফোনটিতে রয়েছে দুর্দান্ত সব ফিচার।

Samsung Galaxy A15 5G-এর দাম কত?

Samsung Galaxy A15 5G দুটি ভ্যারিয়েন্ট 8GB RAM এবং 128GB স্টোরেজের পাশাপাশি 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। ফোনটির 128GB ভ্যারিয়েন্টের দাম 19,499 টাকা। আর 256GB ভ্যারিয়েন্টের দাম 22,499 টাকা। ফোনটি তিনটি রঙে বাজারে এসেছে। তার মধ্যে রয়েছে নীল, হালকা নীল এবং কালো। আপনি SBI ব্যাঙ্কের কার্ডে 1,500 টাকার ক্যাশব্যাক সহ ফোনটি কিনতে পারবেন। ফোনটি স্যামসাং ই-স্টোর এবং রিটেল স্টোর থেকে 1 জানুয়ারী, 2024 অর্থাৎ নতুন বছর থেকে অনলাইনে কেনা যাবে।

Samsung Galaxy A15 5G-এর ফিচার ও স্পেসিফিকেশন:

ফোনটিতে octa-core MediaTek Dimensity 6100+ চিপসেট সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটিতে হ্যাজ ফিনিশ সহ একটি গ্লাসি ব্যাক প্যানেল রয়েছে। ফোনটির রেজোলিউশন 1080×2340 পিক্সেল।

ফোনটিতে 6.5-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা 800 নিট। ফোনটিতে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

এছাড়াও ফোনটিতে Android 14 অপারেটিং সিস্টেম রয়েছে। ফোনটিতে একটি 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এর প্রধান ক্যামেরা 5MP। এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে।

সেলফি তোলার জন্য একটি 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। Samsung Galaxy A15 5G স্মার্টফোনটিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।