Samsung Galaxy A22: আগামী ২৩ জুলাই ভারতে লঞ্চ হবে এই ৫জি স্মার্টফোন

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 21, 2021 | 6:10 PM

৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, এই দুই কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোন।

Samsung Galaxy A22: আগামী ২৩ জুলাই ভারতে লঞ্চ হবে এই ৫জি স্মার্টফোন
২৩ জুলাই ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোন।

Follow Us

স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের লঞ্চ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে ভারতে এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছেন স্যামসাং কর্তৃপক্ষ। আগামী ২৩ জুলাই ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি স্মার্টফোন। গত মাসে অর্থাৎ জুন মাসে ইউরোপে এই ফোনের ৪জি মডেল লঞ্চ হয়েছে ইউরোপে। সেই ফোনে ছিল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিসপ্লে। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। উল্লেখ্য, জুন মাসের শেষের দিকে গ্যালাক্সি এ২২ মডেলের ৪জি এলটিই ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করেছিল স্যামসাং। সেখানে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন ছিল। উল্লেখ্য, বুধবার ২১ জুলাই টুইট করে স্যামসাং ইন্ডিয়ার তরফে গ্যালাক্সি এ২২ ৫জি ফোন লঞ্চের দিন ঘোষণা করা হয়েছে।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের সম্ভাব্য দাম

  • এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ১৯,৯৯৯ টাকা।
  • অন্যদিকে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২১,৯৯৯ টাকা।
  • ধূসর, মিন্ট, বেগুনি এবং সাদা। এই চার রঙে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোন।

স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে থাকতে পারে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, রিফ্রেশ রেট ৯০Hz।
  • এই ফোনে একটি octa-core MediaTek Dimensity ৭০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম থাকতে পারে এই ফোনে।
  • এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট শুটার, একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে।
  • এই ফোনের অনবোর্ড স্টোরেজ ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে সেটা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ৫জি- র পাশাপাশি এই ফোনে ৪জি এলটিই পরিষেবাও থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস এবং একটি টাইপ সি ইউএসবি পোর্ট থাকতে পারে এই ফোনে।
  • স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি স্মার্টফোনে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। তার সঙ্গে ১৫W চার্জিং সাপোর্ট থাকতে পারে। ফোনের ওজন হতে পারে ২০৩ গ্রামের কাছাকাছি।

আরও পড়ুন- OnePlus Nord 2: ওয়ানপ্লাসের নতুন ৫জি স্মার্টফোনে কী ধরনের ব্যাটারি থাকবে?

Next Article