স্যামসাং গ্যালাক্সি এ২২ ফোনের লঞ্চ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে ভারতে এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছেন স্যামসাং কর্তৃপক্ষ। আগামী ২৩ জুলাই ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি স্মার্টফোন। গত মাসে অর্থাৎ জুন মাসে ইউরোপে এই ফোনের ৪জি মডেল লঞ্চ হয়েছে ইউরোপে। সেই ফোনে ছিল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিসপ্লে। জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনে ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকবে। উল্লেখ্য, জুন মাসের শেষের দিকে গ্যালাক্সি এ২২ মডেলের ৪জি এলটিই ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করেছিল স্যামসাং। সেখানে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশন ছিল। উল্লেখ্য, বুধবার ২১ জুলাই টুইট করে স্যামসাং ইন্ডিয়ার তরফে গ্যালাক্সি এ২২ ৫জি ফোন লঞ্চের দিন ঘোষণা করা হয়েছে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের সম্ভাব্য দাম
Gear up for lag-free, real-time gaming on 5G.
11 band 5G network support of #GalaxyA225G will guarantee uninterrupted 5G access. Just 2 days to go. Stay Tuned. #Samsung pic.twitter.com/fhw9cU1uap— Samsung India (@SamsungIndia) July 21, 2021
স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার
আরও পড়ুন- OnePlus Nord 2: ওয়ানপ্লাসের নতুন ৫জি স্মার্টফোনে কী ধরনের ব্যাটারি থাকবে?