লঞ্চ হওয়ার আগেই স্যামসাং গ্য়ালাক্সির এই নতুন ফোনের দাম কত, তা লিক হয়ে গেল। আগামী মাসেই Samsung Galaxy A22 5G স্মার্টফোনের নয়া মডেলটি চালু হওয়ার কাথা ছিল, কিন্তু লঞ্চের আগেই কোনওভাবে দাম ফাঁস হয়ে গিয়েছে। ইউরোপের বাজারে ভারতীয় মুদ্রায় ২০ হাজার টাকা দামে ওই স্মার্টফোনটি চালু হয়ে গিয়েছে। জুনে স্যামসাং গ্যালাক্সি এ২২ ৪জি ও ৫জি মডেল চালু হয়েছিল। যদিও উদ্বোধনের সঠিক তারিখ প্রকাশ করা হয়নি। সূ্ত্রের খবর, গ্যালাক্সি এ২২ ৫জি অগস্টে লঞ্চ করে পারে। ওই স্মার্টফোনের বিশেষ বৈশিষ্ট্য হল ৪৮ এমপি ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।
স্যামসুং গ্যালাক্সি এ২২ ৫জি ও ৪জি ভেরিয়্যান্ট ইতোমধ্যেই অন্যান্য দেসে চালু করা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোন ভারতে দারুণ সাফল্যের সঙ্গে ব্যবসা শুরু করেছে ও আগামী দিনে এই সিরিজের মডেল আরও বিক্রি হবে সেই আশাই করছে সংস্থা। বাজেট-বান্ধব ও মাঝারি মাপের এই দুর্দান্ত স্মার্টফোনটির দাম মাত্র ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যেই পাওয়া যাবে।
ভারতীয় বাজারে Samsung Galaxy A22 5G এর প্রারম্ভিক দাম ১৯,৯৯৯ টাকা হতে পারে। যেহেতু দামটি অফলাইনে স্টোরে এসেছে, তাই অনলাইনেও যে খুব দ্রুত পাওয়া যাবে বলেই আসা করা যায়।গ্যালাক্সি এ২২ ৫জি ভারতে দুটি মডেল আনছে। উভয় মডেল ৬ গিগাবাইট এবং ৮ জিবি র্যাম মেমরি এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এর ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১৯,৯৯৯ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।অন্যদিকে ৮ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলটি ২১,৯৯৯টাকায় পাওয়া যাবে বলেজানা গিয়েছে।
আরও পড়ুন: Samsung Galaxy M21 2021 Edition: ২১ জুলাই ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন, কেনা যাবে অ্যামাজন থেকে