23,999 টাকার Samsung Galaxy A23 মাত্র 4,199 টাকায়, বছর শেষে Amazon-এর অকল্পনীয় অফার
Samsung Galaxy A23-র 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 23,990 টাকা। অ্যামাজ়নে প্রাথমিক ভাবে এই ফোনের উপরে 23% ছাড় দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির দাম সরাসরি 18,499 টাকা হয়ে যাচ্ছে। তার পরেও থাকছে আরও একাধিক ছাড়। জেনে নিন।

Galaxy A23 Offer: চলতি বছরে Samsung পাল্লা দিয়ে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে। সেই তালিকায় একদিকে যেমন প্রিমিয়াম Galaxy S22 রয়েছে, তেমনই আবার Galaxy A53, Galaxy A73-র মতো মিড-রেঞ্জ স্মার্টফোনগুলিও লঞ্চ করেছে Samsung। এবার বছর ঘুরতেই সংস্থাটি তার বিভিন্ন ফোনে মোটা টাকার ছাড় দিচ্ছে। এই তালিকারই একটি জনপ্রিয় হ্যান্ডসেট হল Galaxy A23। সেই ফোনের উপরে অভাবনীয় ছাড় মিলছে বছর শেষে। শুনবেন কত ছাড় পাবেন? 23,999 টাকা দামের এই ফোন আপনি এখন পেয়ে যেতে পারেন 5,000 টাকারও কম দামে। এই বিরাট পরিমাণ ছাড় আপনি কেবল মাত্র Amazon থেকেই পাবেন। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন, এরকম একটা পারফরম্যান্স-নির্ভর পারফেক্ট ফোন এত কম দামে আপনি কীভাবে পাবেন? নতুন বছর সেলিব্রেট করার আগে Samsung Galaxy A23 ফোনে এই বিপুল পরিমাণ ছাড় আপনি কীভাবে পাবেন, তাই একবার দেখে নিন।
Samsung Galaxy A23: কী এমন রয়েছে এই ফোনে
Samsung Galaxy A23 ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির একটি ইনফিনিটি-ভি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর প্রসেসর। অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সফটওয়্যার হিসেবে এই ফোনে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির নিজস্ব One UI 4.1 আউট অফ দ্য বক্স কাস্টম লেয়ার রয়েছে।
ফটোগ্রাফির দিক থেকে ফোনটিতে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 5MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের Galaxy A23-র সামনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
Samsung Galaxy A23: এত কম দামে ফোনটি আপনি কীভাবে পাবেন
এমনিতে Samsung Galaxy A23-র 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 23,990 টাকা। অ্যামাজ়নে প্রাথমিক ভাবে এই ফোনের উপরে 23% ছাড় দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির দাম সরাসরি 18,499 টাকা হয়ে যাচ্ছে। তার উপরে আবার অতিরিক্ত কিছু ছাড় থাকছে বিভিন্ন ব্যাঙ্কের অফারে। রয়েছে এক্সচেঞ্জ ডিলও, যার ফলে ফোনটি আপনি আরও সস্তায় কিনতে পারবেন।
SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ট্রান্জ়াকশন করলে পেয়ে যাবেন 1,000 টাকার অতিরিক্ত ছাড়। আবার কোটাক AU স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পেয়ে যাবেন আরও 1,000 টাকা ছাড়। ছাড় থাকছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক মাস্টারকার্ড ডেবিট কার্ড ব্যবহারকারীদের জন্যও। এই কার্ড যাঁদের কাছে রয়েছে তাঁরা পেয়ে যাবেন 300 টাকা ডিসকাউন্ট। এই এতসব ব্যাঙ্কের অফারের পর Samsung Galaxy A23 ফোনটি আপনি পেয়ে যাবেন মাত্র 17,499 টাকায়।
আরও ডিসকাউন্ট চাইছেন? Samsung A সিরিজ়ের এই ফোনে রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনটি বদলে পেয়ে যেতে পারেন নতুন Samsung Galaxy A23। আর সেই এক্সচেঞ্জ অফারের যদি সম্পূর্ণ সুবিধা আপনি নিতে পারেন, তাহলে Galaxy A23 পেয়ে যাবেন মাত্র 4,199 টাকায়। তবে এক্সচেঞ্জ অফার পেতে গেলে আপনাকে যে ফোন বদলাবেন, তার কন্ডিশন অত্যন্ত ভাল হতে হবে।
