নতুন বছরে ফেব্রুয়ারি মাসের মধ্যে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের দুটো ৫জি স্মার্টফোন। শোনা যাচ্ছে, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি, এই দুটো ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। আর স্যামসাং গ্যালাক্সির তরফেও এই প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। অনুমান, ফেব্রুয়ারি মাসের মধ্যে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজ, যা লঞ্চ হবে এটা অনেক আগে থেকেই নির্ধারিত, সেই স্মার্টফোন সিরিজ লঞ্চের পরই হয়তো স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই দুটো নতুন ৫জি ফোন লঞ্চ হবে। এর পাশাপাশি আবার শোনা গিয়েছে যে, গ্যালাক্সি এ১৩ ফোনের ৪জি মডেল নিয়েও কাজ করছেন স্যামসাং কর্তৃপক্ষ। আর স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ফোনের দাম এর আগের মডেলের মতো হতে পারে।
৯১মোবাইলস এবং জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন, ভারতে সম্ভবত আগামী বছর ফেব্রুয়ারি মাসের মধ্যে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই দুই ৫জি স্মার্টফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে টিপস্টার মুকুল শর্মা এও দাবি করেছেন যে, স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের দাম এর আগের মডেল অর্থাৎ গ্যালাক্সি এ৩২ ৫জি- র তুলনায় বেশি হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, স্যামসাং গ্যালাক্সি এ৩২ ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল ভারতে লঞ্চ হয়েছিল ২১,৯৯৯ টাকায়। তবে স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের দাম প্রসঙ্গে আভাস পাওয়া গেলেও গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে আবার শোনা যাচ্ছে, এই ফোনের ৪জি মডেল নিয়েও কাজ করছে স্যামসাং সংস্থা।
স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন-
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন-