Samsung Galaxy A52s: ভারতে লঞ্চ হয়েছে এই ৫জি স্মার্টফোন, দেখুন দাম এবং ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Sep 19, 2021 | 12:29 PM

Awesome Black, Awesome Violet, Awesome White---- এই তিন রঙে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।

Samsung Galaxy A52s: ভারতে লঞ্চ হয়েছে এই ৫জি স্মার্টফোন, দেখুন দাম এবং ফিচার
দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি স্মার্টফোন। সেপ্টেম্বরের পয়লা তারিখেই ভারতে এসেছে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন ফোন। স্যামসাং গ্যালাক্সির এই স্মার্টফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং কোল-পাঞ্চ ডিসপ্লে ডিজাইন। এছাড়াও রয়েছে ১২০Hz রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে এবং ফোনের স্টিরিয়ো স্পিকারে রয়েছে ডলবি অ্যাটমোস সাউন্ড সাপোর্ট। এর আগে গত মাসে ব্রিটেনে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন। ব্রিটেনের ভ্যারিয়েন্টের সঙ্গে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এইসব ফিচারে মিল রয়েছে ভারতে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের দাম কত?

দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৫,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৭,৪৯৯ টাকা। Awesome Black, Awesome Violet, Awesome White—- এই তিন রঙে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইটের পাশাপাশি স্যামসাংয়ের অফিশিয়াল সাইট Samsung.com ও অন্যান্য বড় রিটেল আউটলেটে বুধবার থেকেই এই ফোন পাওয়া যাবে।

এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের সাহায্যে ফোন কিনলে ক্রেতারা তিন হাজার টাকা ক্যাশব্যাক পেতে পারেন। পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন কিনলে ক্রেতারা তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের বিভিন্ন ফিচার-

  • ডুয়াল সিমের এই ফোনের দ্বিতীয় সিমটি ন্যানো সিম। অ্যানড্রয়েড ১১ এবং One UI 3- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • এখানে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED Infinity-O ডিসপ্লে। সেই সঙ্গে রয়েছে একটি অক্টা-কোর Qualcomm Snapdragon 778G প্রসেসর।
  • স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। সেই সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং ৫ মেগাপিক্সেলের একটি টেলিফটো সেনসর। optical image stabilisation (OIS) ফিচার রয়েছে মেন ক্যামেরায়। এছাড়াও এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • এই ফোনের স্ট্যান্ডার্ড বিল্ট ইন স্টোরেজ ১২৮ জিবি। তবে তার সঙ্গে রয়েছে এক্সপ্যানশন ফিচার। মাইক্রো এওসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব।
  • এই ফোনের ব্যাটারি ৪৫০০mAh। সেখানে রয়েছে ২৫W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে IP67 সার্টিফিকেশন। অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন ধুলো এবং জলের ক্ষেত্রে রেসিসট্যান্ট।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের নতুন ৫জি স্মার্টফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/এ-জিপিএস, এনএফসি এবং টাইপ সি ইউএসবি পোর্ট। এছাড়াও রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

আরও পড়ুন- ভারতে আসতে চলেছে রিয়েলমির প্রথম এমন ৫জি ফোন যেখানে থাকবে MediaTek Dimensity ৮১০ প্রসেসর

Next Article