
ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন। আগামী ১ সেপ্টেম্বর দেশে লঞ্চ হবে এই স্মার্টফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। অগস্ট মাসের শুরুর দিকে ব্রিটেনে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন। এবার আসছে ভারতে। শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 778G প্রসেসর এবং একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা মডিউলে আবার ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি স্মার্টফোনের সম্ভাব্য দাম কত?
অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের শিপিং বা ডেলিভারি শুরু হবে। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য দু’টি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও তাদের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩৫,৯৯৯ টাকা হতে পারে। অন্যদিকে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেলের দাম হতে পারে ৩৮,৯৯৯ টাকা। এক্সচেঞ্জ অফারে অ্যামাজন থেকে এই ফোন কেনার সুযোগ পাবেন ক্রেতারা। সেক্ষেত্রে ১৪,২০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। এছাড়াও নো-কস্ট ইএমআই এবং দেশের প্রথম সারির ব্যাঙ্কের ক্ষেত্রে ক্যাশব্যাক পাওয়ার সুবিধাও থাকার সম্ভাবনা রয়েছে। আগামী পয়লা সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে স্যামসয়াং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোন। Awesome Black, Awesome Violet এবং Awesome White- এই তিনটি রঙে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন।
স্যামসাং গ্যালাক্সি এ৫২এস ৫জি ফোনের সম্ভাব্য ফিচার-
আরও পড়ুন- ভারতে আসছে Infinix Hot 11S, রেডমি ১০ প্রাইম মডেলের প্রসেসর থাকবে এই ফোনে