Samsung Galaxy A53 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোন, দেখুন দাম ও অন্যান্য স্পেসিফিকেশন

Samsung Galaxy A53 5G: Awesome Black, Awesome Blue, Awesome Peach, Awesome White--- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির 'এ' সিরিজের এই ফোন।

Samsung Galaxy A53 5G: ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোন, দেখুন দাম ও অন্যান্য স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের নতুন ফোন স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 8:50 AM

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি (Samsung Galaxy A53 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ২৫ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে। ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের (Samsung Galaxy A Series) এই ফোনের জন্য প্রি-অর্ডার শুরু হয়েছে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটের (Samsung India Website) মাধ্যমে এই প্রি-বুকিং চলছে। গত সপ্তাহেই স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর Exynos ১২৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম। এই ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। চারটি ভিন্ন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি। এই ফোন IP67 রেটিং প্রাপ্ত একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় এই ফোন নষ্ট হবে না।

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের দাম এবং প্রি-অর্ডার করার বিস্তারিত বিবরণ

ভারতে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৯ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা। ২৭ মার্চ থেকে এই ফোনের ডেলিভারি শুরু হবে। এখন স্যামসাং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকে চলছে এই ফোনের প্রি-বুকিং। Awesome Black, Awesome Blue, Awesome Peach, Awesome White— এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির ‘এ’ সিরিজের এই ফোন। স্যামসাংয়ের তরফে তাদের এই ফোনের ৬ জিবি র‍্যাম মডেলের ইএমআই শুরু হচ্ছে ৪৩১২ টাকা থেকে। আর ৮ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট কেনা যাবে ৪৪৯৯ টাকা ইএমআইয়ের ভিত্তিতে। এছাড়াও এই ফোন আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রি-বুকিং করলে ৩০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।

স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

অ্যানড্রয়েড ১২ এবং One UI 4.1- এর সাহায্যে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এ৫৩ ৫জি ফোন। এখানে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর Exynos ১২৮০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি, যা আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।

এই ফোনে রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার ও ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এই ফোনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসরও রয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসেবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই 802.11ac, ব্লুটুথ ভি৫.১, জিপিএস/এ-জিপিএস, টাইপ- সি ইউএসব পোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।

আরও পড়ুন- Oppo A16e: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ১৬ই ফোন, দেখে নিন বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন