Samsung Galaxy A73: প্রকাশ্যে এই ফোনের সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশন, থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Nov 22, 2021 | 7:22 AM

অ্যানড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোন। এখানে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট।

Samsung Galaxy A73: প্রকাশ্যে এই ফোনের সম্ভাব্য ডিজাইন ও স্পেসিফিকেশন, থাকতে পারে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা
ছবি প্রতীকী।

Follow Us

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনের সম্ভাব্য ডিজাইন বা computer-aided design (CAD) রেন্ডার সম্প্রতি ফাঁস হয়েছে অনলাইনে। এর থেকে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোন কেমন দেখতে হতে পারে, তার একটা আন্দাজ করা গিয়েছে। শোনা যাচ্ছে, দুটো রঙে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে। এছাড়াও শোনা গিয়েছে প্লাস্টিক দিয়ে তৈরি এই ফোনের ডিসপ্লেতে থাকবে পাঞ্চ হোল ডিজাইন। সেখানে সেলফি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। ২০২২ সালে স্যামসাং গ্যালাক্সির যেসব মিড-রেঞ্জ বা মাঝামাঝি দামের ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে, তার মধ্যে অন্যতম স্যামসাং গ্যালাক্সি এ৭৩। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও এই ফোন প্রসঙ্গে কিছুই প্রকাশ করেননি। ডাচ ওয়েবসাইট LetsGoDigital এবং Technizo Concept- এ স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনের বেশ কিছু সম্ভাব্য ডিজাইন-ফিচার প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে সম্ভবত স্যামসাং গ্যালাক্সি এ৭২- এর মতোই ডিজাইন থাকবে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনে।

স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

  • এই ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে।
  • ফোনের ডানদিকের সাইডের অংশে ভলিউম বা পাওয়ার বাটন দেখা যেতে পারে।
  • ফোনের নীচের অংশে টাইপ- সি ইউএসব পোর্ট এবং সিম কার্ডের ট্রে থাকতে পারে।
  • স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনের নীচের অংশে ৩.৫ মিলিমিটারের জ্যাক থাকারও সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। স্যামসাংয়ের অন্যান্য ফোনেও এই ক্যামেরা ফিচার দেখা যেতে পারে।
  • ২০২২ সালে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের যেসমস্ত ফোন লঞ্চ হতে চলেছে, সেখানে optical image stabilisation (OIS) থাকার সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৫২ এবং স্যামসাং গ্যালাক্সি এ৭২ ফোনে ইতিমধ্যেই এই optical image stabilisation (OIS) ফিচার রয়েছে। তবে স্যামসাং কর্তৃপক্ষ তাঁদের গ্যালাক্সি এ৭২ ফোন প্রসঙ্গে এখনও কোনও তথ্য আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেনি। তাই যেসমস্ত ফিচার এ যাবৎ প্রকাশ্যে এসেছে সেগুলোর পরিবর্তনও হয়ে পারে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পাবলিকেশন The Elec- এর রিপোর্ট অনুসারে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনের স্ক্রিন চিনের ম্যানুফ্যাকচারিং সংস্থা তৈরি করতে পারে। এর ফলে দাম কম থাকবে। আর তাহলে এই ফোন চিনের অন্যান্য সংস্থার ফোনের সঙ্গে ভালভাবে পাল্লা দিতে পারবে। China Star Optoelectronics Technology (CSOT) এবং Beijing Oriental Electronics (BOE), এই দুই সংস্থা স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোনের স্ক্রিন নির্মাণ করতে পারে। অ্যানড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ৭৩ ফোন। এখানে থাকতে পারে একটি স্ন্যাপড্রাগন ৭৫০জি চিপসেট। অর্থাৎ ৫জি কানেক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের এই ফোনে।

আরও পড়ুন- iPhone 14: এবার অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়েই চার্জ করা যাবে আইফোন

Next Article