Samsung Galaxy F13 এক ধাক্কায় 1,000 টাকা সস্তা হল, নতুন দাম কত?

Samsung Galaxy F13 ফোনের মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। সেই 4GB+64GB এবং 4GB+128GB স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 11,999 টাকা এবং 12,999 টাকা। নতুন দাম কত হল, জেনে নিন।

Samsung Galaxy F13 এক ধাক্কায় 1,000 টাকা সস্তা হল, নতুন দাম কত?
Galaxy F13 এখন আগের থেকে অনেকটাই সস্তা।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 12:51 PM

Samsung ভারতে তার একটি বাজেট স্মার্টফোনের দাম কমিয়ে দিল। ফলে, সেই Samsung Galaxy F13 ফোনটি দেশের বাজারে আরও সস্তা হয়ে গেল। এই ফোনের মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। সেই দুটি ভ্যারিয়েন্টের Galaxy F13-র দামই 1,000 টাকা করে কমানো হয়েছে। ফোনের নতুন দাম ইতিমধ্যেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে রিফ্লেক্ট করছে। এখন এই প্রাইস কাটের পর Samsung Galaxy F13-এর দুটি ভার্সনের দাম কত, কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F13: নতুন দাম কত

Samsung Galaxy F13 ফোনের মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। সেই 4GB+64GB এবং 4GB+128GB স্টোরেজ মডেল দুটির দাম যথাক্রমে 11,999 টাকা এবং 12,999 টাকা। এখন প্রাইস কাটের পর 64GB স্টোরেজ ভার্সনের দাম 10,999 টাকা এবং 128GB স্টোরেজ ভার্সনের দাম 11,999 টাকা। নাইটস্কাইন গ্রিন, ওয়াটারফল ব্লু এবং সানরাইজ় কপার এই তিনটি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি ফোনটি।

তবে শুধু দাম কমানোই নয়। এই Galaxy F13-এর উপরে ইনস্ট্যান্ট ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। HDFC Bank-এর ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোনটি ক্রয় করলে পেয়ে যাবেন 1,000 টাকা ডিসকাউন্ট।

Samsung Galaxy F13: স্পেসিফিকেশন ও ফিচার

Galaxy F13 ফোনে রয়েছে 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে, যার পিক্সেল রেজ়োলিউশন 1080X2408 পিক্সেল। এই ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট অফার করে এবং কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত ডিসপ্লেটি।

পারফরম্যান্সের দিক থেকে বাজেট স্মার্টফোনটি Samsung-এর নিজস্ব অক্টা-কোর Exynos 850 চিপসেট দ্বারা চালিত, যা পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM-এর সঙ্গে। দুটি স্টোরেজ অপশন রয়েছে ফোনটির- 64GB এবং 128GB। এছাড়া মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

সফটওয়্যারের দিক থেকে Galaxy F13 ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক কোম্পানির নিজস্ব লেয়ার One UI। ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনে রয়েছে 50MP মেইন ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি 5MP আলট্রা ওয়াইড ক্যামেরা, 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো শুটার। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

Samsung Galaxy F13 ফোনে বেশ বড় এবং শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি রয়েছে, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।