কম দামি Galaxy F22-এর দামে কাঁচি চালাল Samsung, এখন 2,000 টাকা সস্তায় কেনার সুযোগ

Samsung Galaxy F22 Price Cut: ভারতে একের পর এক ফোনের দাম কমিয়ে চলেছে স্যামসাং। এবার গ্যালাক্সি F22 ফোনের দাম এক ধাক্কায় 2,000 টাকা কমিয়ে দিল সংস্থাটি। ফলে নতুন দাম কত হল, একবার দেখে নিন।

কম দামি Galaxy F22-এর দামে কাঁচি চালাল Samsung, এখন 2,000 টাকা সস্তায় কেনার সুযোগ
একের পর এক ফোনের দাম কমিয়ে চলেছে স্যামসাং।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 05, 2022 | 2:17 PM

আপনি যদি বাজেট স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করেন, তাহলে এখনই সেরা সময়। কারণ, স্যামসাং তার অত্যন্ত জনপ্রিয় একটি ফোনের দাম কমিয়েছে। Samsung Galaxy F22 ফোনটি ভারতে গত বছর লঞ্চ করা হয়েছিল। বাজেট সেগমেন্টেই এই ফোনটি রীতিমতো ঝড় তুলেছিল। এখনও তার জনপ্রিয়তা তুঙ্গে। এর মধ্যেই আবার সস্তার এই ফোনটির দাম 2,000 টাকা কমাল স্যামসাং। এই ফোনের মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। আর সেই দুটি ভ্যারিয়েন্টের দামই 2,000 টাকা করে কমানো হয়েছে। নতুন দাম কত হল, এই ফোনে কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সব তথ্যে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

Samsung Galaxy F22: নতুন দাম ও অফার

এই Galaxy F22 ফোনের মোট দুটি ভ্যারিয়েন্ট রয়েছে 4GB+64GB এবং 6GB+128GB, তাদের দাম যথাক্রমে 12,499 টাকা ও 14,499 টাকা। এখন এই দুটি স্টোরেজ অপশনের দাম 2,000 টাকা করে কমানোর ফলে ফোনটির 4GB ভার্সনের দাম 10,499 টাকা এবং 6GB ভার্সনের দাম 12,499 টাকা। ডেনিম ব্লু ও ডেনিম ব্ল্যাক এই দুই কালার মডেল রয়েছে ফোনটির। এছাড়াও যে সব কাস্টমাররা এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে পেয়ে যাবেন 1,000 টাকা ক্যাশব্যাক।

Samsung Galaxy F22: স্পেসিফিকেশন, ফিচার

এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চির HD+ সুপার AMOLED ইনফিনিটি-ইউ ডিসপ্লে। এমন একটা ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz এবং ব্রাইটনেস মোড 600 নিটস। কর্নিং গোরিলা গ্লাস 5 দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে।

পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি চালিত হবে একটি মিডিয়াটেক হেলিও G80 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে। অত্যন্ত শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে, যা চার্জ হবে একটি 15W ইউএসবি-সি ফাস্ট চার্জারের সাহায্যে। ডিভাইসটি 25W চার্জিং সাপোর্ট করে। স্যামসাং দাবি করছে, এই ফোনটি 130 ঘণ্টার মিউজ়িক প্লেব্যাক, 40 ঘণ্টার টকটাইম, 25 ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাক এবং 24 ঘণ্টার ইন্টারনেট ইউসেজ টাইম দিতে পারে।

সফটওয়্যার হিসেবে এই ফোনে কোম্পানির নিজস্ব কাস্টম স্কিন UI 3.1 দেওয়া হয়েছে, যা অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক। একটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে একটি 48MP সেন্সর রয়েছে, যা ISOCELL Plus প্রযুক্তি সাপোর্ট করে। রয়েছে একটি GM2 সেন্সরও। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 8MP আলট্রা ওয়াইড লেন্স, একটি 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ ক্যামেরা দেওয়া হয়েছে।

সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর। Galaxy F22-র ক্যামেরার অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে হাইপারল্যাপস, স্লো মোশন, ফুড মোড, প্রো মোড এবং AR জ়োন।