দামি Samsung Galaxy F23 5G মাত্র 899 টাকায়! Flipkart-এর অবাক করা অফার
Samsung Galaxy F23 5G-র দাম 23,999 টাকা। ফ্লিপকার্টে আপনি প্রাথমিক ভাবে ফোনটির উপরে পেয়ে যাবেন 29% ছাড়। এই ছাড় আপনাকে ফ্ল্যাট ডিসকাউন্ট হিসেবে দিচ্ছে ফ্লিপকার্ট। তার ফলে Qualcomm Snapdragon 750G প্রসেসরের ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 16,999 টাকা।
Flipkart Smartphone OFFERS: সস্তার ফোন খুঁজছেন? বড় অফার রয়েছে আপনার জন্য। সেই অফার আপনার কাছে দিতে চলেছে Flipkart। সে তো না হয় গেল! কিন্তু, কোন ফোনে অফার মিলছে? Samsung-এর চমৎকার একটি ফোনে আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। সেই ফোনের নাম Samsung Galaxy F23 5G। অনেক দিন ধরেই এই ফোন ক্রয় করবেন বলে ভাবছিলেন অনেকেই। কিন্তু পকেট সে ভাবে সঙ্গ দিচ্ছিল না। তাঁদের জন্য রয়েছে সুখবর! কল্পনারও কম দামে আপনি এখন Samsung Galaxy F23 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটি পেয়ে যাবেন। কত টাকা কমে পাবেন, কী-কী অফার আপনাকে দেওয়া হবে, সেই সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F23 5G: ফ্লিপকার্টে বিরাট ডিসকাউন্ট
এমনিতে এই Samsung Galaxy F23 5G-র দাম 23,999 টাকা। ফ্লিপকার্টে আপনি প্রাথমিক ভাবে ফোনটির উপরে পেয়ে যাবেন 29% ছাড়। এই ছাড় আপনাকে ফ্ল্যাট ডিসকাউন্ট হিসেবে দিচ্ছে ফ্লিপকার্ট। তার ফলে Qualcomm Snapdragon 750G প্রসেসরের ফোনটি ক্রয় করতে আপনার খরচ হবে মাত্র 16,999 টাকা।
Samsung Galaxy F23 5G: এক্সচেঞ্জ অফার ও ব্যাঙ্ক ডিল
আরও একাধিক অফার রয়েছে ফোনটিতে। Flipkart Exchange Offer-এ এই ফোনের উপরে আপনিপেয়ে যাচ্ছেন 16,100 টাকার ছাড়। তবে সেই এক্সচেঞ্জ অফার নির্ভর করছে আপনি ফোন বদলাচ্ছেন, তার পরিস্থিতি কেমন, ইত্যাদি একাধিক বিষয়ের উপরে। ফ্লিপকার্টের সেই সব শর্তাবলী মেনে নিয়ে আপনি এক্সচেঞ্জ অফারে Samsung Galaxy F23 5G বাড়ি নিয়ে আসতে পারেন মাত্র 899 টাকায়।
এরপরেও আবার আপনার জন্য রয়েছে একাধিক ব্যাঙ্কের অফার, যেমন:
* 10% ক্যাশব্যাক পেয়ে যাবেন Samsung Axis Bank Credit Card ব্যবহারে।
* 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন Flipkart Axis Bank Card ব্যবহারে।
* 1,000 টাকা ছাড় পাওয়া যাবে SBI Credit Card-এর সাহায্যে ট্রানজ়াকশন করলে।
Samsung Galaxy F23 5G: সস্তায় একাধিক আকর্ষণীয় ফিচার
Samsung Galaxy F23 5G ফোনে রয়েছে একটি 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে, শক্তিশালী 5000mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ক্যামেরা সেটআপটির প্রাইমারি সেন্সর 50MP, সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর। তবে এই অফার কিন্ত বেশি দিন থাকবে নাষ তাই, 899 টাকায় ফোন কেনার সুযোগ হেলায় না হারাতে শিগগিরই Flipkart-এ চলে যান।