AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

50MP ক্যামেরার Samsung Galaxy F34 লঞ্চ হয়ে গেল, দাম 18,999 টাকা

Samsung Galaxy F34 এর 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা। অন্য দিকে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভার্সনের দাম 20,999 টাকা। HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা ফোনটির উপরে 2,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন।

50MP ক্যামেরার Samsung Galaxy F34 লঞ্চ হয়ে গেল, দাম 18,999 টাকা
দুর্দান্ত স্যামসাং ফোন আসছে।
| Edited By: | Updated on: Aug 07, 2023 | 8:02 PM
Share

Samsung তার F সিরিজ়ে একটি চমৎকার স্মার্টফোন যোগ করেছে। লেটেস্ট ফোনের নাম Samsung Galaxy F34। ক্লাস-লিডিং একাধিক ফিচার্স রয়েছে ফোনটিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল একটি 120Hz AMOLED স্ক্রিন, অত্যন্ত শক্তিশালী একটি 6000mAh ব্যাটারি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এক টানা চার বছরের সফটওয়্যার আপডেট পাবে ফোনটি।

মোট দুটি কালার অপশনে পাওয়া যাবে হ্যান্ডসেটটি- ইলেকট্রিক ব্ল্যাক এবং মিস্টিক গ্রিন। পাশাপাশি দুটি স্টোরেজ অপশনও রয়েছে ফোনটির। Samsung Galaxy F34 এর 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 18,999 টাকা। অন্য দিকে ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভার্সনের দাম 20,999 টাকা। HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা ফোনটির উপরে 2,000 টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। তার ফলে বেস মডেলের দাম হয়ে যাচ্ছে 16,999 টাকা।

Samsung Galaxy F34 ফোনে রয়েছে একটি 6.5 ইঞ্চির FHD+ AMOLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট 120Hz। কর্নিং গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত এই ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Exynos 1280 অক্টা-কোর প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 6/8GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেদের সঙ্গে।

ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছ ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর 50MP। এই ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। এছাড়া রয়েছে একটি 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আর একটি 2MP ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে একটি 13MP ফ্রন্ট ফেসিং সেন্সর। আকর্ষণীয় ক্যামেরা ফিচারের মধ্যে ফোনটিতে রয়ছে নাইটোগ্রাফি, যা কম আলোতে ব্যাপক ফটোগ্রাফি অভিজ্ঞতা দিতে পারবে। পাশাপাশি একটি ফান মোড রয়েছে, যাতে 16টি ইন-বিল্ট লেন্স এফেক্ট দিতে পারে।

সফটওয়্যার হিসেবে এই ফোনে রয়েছে Android 13 ভিত্তিক OneUI 5 অপারেটিং সিস্টেম। চার বছরের সফটওয়্যার আপডেট এবং পাঁচ বছরের সিকিওরিটি আপডেট পাবে হ্যান্ডসেটটি। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 6,000mAh ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে ফোনের রিটেল বক্সের সঙ্গে একটি কেবেল দেওয়া হচ্ছে। চার্জারটি আপনাকে আলাদা করে কিনে নিতে হবে।