স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোনের দাম কত হতে পারে ভারতে? কী কী ফিচারই বা থাকতে পারে

২৫ অগস্ট ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ৫জি ফোন। লঞ্চের আগে ফোনের সম্ভাব্য দাম প্রকাশ করেছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (IANS)।

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোনের দাম কত হতে পারে ভারতে? কী কী ফিচারই বা থাকতে পারে
২৫ অগস্ট ভারতে লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন।

| Edited By: Sohini chakrabarty

Aug 24, 2021 | 3:12 PM

ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের নতুন স্মার্টফোন এম৩২। স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে ২৫ অগস্ট। ইতিমধ্যেই এই ফোনের বিভিন্ন সম্ভাব্য ফিচার প্রকাশিত হয়েছে অনলাইনে। এবার স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের সম্ভাব্য দামও জানা গিয়েছে অনলাইনে। শোনা যাচ্ছে, ভারতে স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের এই ৫জি স্মার্টফোনের দাম ২৫ হাজারের কমই হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন। এই ফোনে থাকবে একটি অক্টা-কোর MediaTek Dimensity ৭২০ প্রসেসর এবং একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ।

জানা গিয়েছে, ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (IANS) তরফে স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের সম্ভাব্য দাম প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে কোথা থেকে কীভাবে এই ফোন কেনা যাবে সেই তথ্যও দিয়েছে তারা। এর পাশাপাশি এও জানিয়েছে যে, স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোন দুটো আলাদা স্টোরেজ ভ্যারয়েন্টে লঞ্চ হতে পারে। IANS- এর রিপোর্ট অনুসাতে এই ফোনের দাম ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে হবে। অ্যামাজনের পাশাপাশি স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট Samsung.com এবং অন্যান্য লিডিং রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফোনের বিক্রি।

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোনের সম্ভাব্য ফিচার-

ই-কমার্স সংস্থা অ্যামাজনের তরফে জানা গিয়েছে যে, এই ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে থাকবে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে থাকবে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা মডিউলে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি MediaTek Dimensity ৭২০ প্রসেসর। এই ৫জি ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh এবং সেখানে থাকতে পারে ১২ ৫জি ব্যান্ড সাপোর্ট।

সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনে থাকতে পারে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস TFT Infinity-V ডিসপ্লে। তার উপর সুরক্ষার জন্য থাকতে পারে কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ৬০Hz। এই ফোনে অন্তত ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, একটি ৫ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- আনুষ্ঠানিক লঞ্চের আগে আচমকাই ইনস্টাগ্রামে নোকিয়া জি৫০ ফোনের ফিচার ফাঁস করে ফেলল সংস্থা!