স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন (Samsung Galaxy M33 5G) ভারতে লঞ্চ হল। স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের (Samsung Galaxy M Series) এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি ৫ এনএম অক্টা-কোর Exynos প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের এই ফোনে রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। তার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও অন্যান্য ক্যামেরা মোড রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে অবজেক্ট ইরেজার ফিচার এবং বোকেহ মোড। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে রয়েছে ভয়েস ফোকাস ফিচার। এই ফিচারের সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে এবং ফোনকলের সময় রিসিভারের ভয়েসের কোয়ালিটি উন্নত করতে সাহায্য করে। অন্যান্য গ্যালাক্সি ‘এম’ সিরিজের ফোনেও রয়েছে এই ফিচার। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৪৯৯ টাকা। স্যামসাংয়ের এই ফোনের দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টের ইন্ট্রোডাক্টরি দাম যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। তবে এই দাম কতদিন পর্যন্ত থাকবে তা জানা যায়নি। সবুজ এবং নীল, এই দুই রঙে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এপ্রিলের ৮ তারিখ থেকে এই ফোন কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ক্রেতারা এই ফোন কিনলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। লঞ্চ অফারে এই সুবিধাও যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফারও রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন