Samsung Galaxy M33 5G: ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি, কেন কিনবেন এই ফোন? দেখে নিন দাম ও ফিচার্স

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 02, 2022 | 11:53 PM

Samsung Galaxy M33 5G: দুটো স্টোরেজ কনফিগারেশন এবং দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন।

Samsung Galaxy M33 5G: ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি, কেন কিনবেন এই ফোন? দেখে নিন দাম ও ফিচার্স
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মার্টফোন।

Follow Us

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন (Samsung Galaxy M33 5G) ভারতে লঞ্চ হল। স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের (Samsung Galaxy M Series) এই ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি ৫ এনএম অক্টা-কোর Exynos প্রসেসর। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের এই ফোনে রয়েছে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। তার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও অন্যান্য ক্যামেরা মোড রয়েছে এই ফোনে। তার সঙ্গে রয়েছে অবজেক্ট ইরেজার ফিচার এবং বোকেহ মোড। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে রয়েছে ভয়েস ফোকাস ফিচার। এই ফিচারের সাহায্যে ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাতে এবং ফোনকলের সময় রিসিভারের ভয়েসের কোয়ালিটি উন্নত করতে সাহায্য করে। অন্যান্য গ্যালাক্সি ‘এম’ সিরিজের ফোনেও রয়েছে এই ফিচার। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের দাম এবং উপলব্ধতা

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৪৯৯ টাকা। স্যামসাংয়ের এই ফোনের দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টের ইন্ট্রোডাক্টরি দাম যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। তবে এই দাম কতদিন পর্যন্ত থাকবে তা জানা যায়নি। সবুজ এবং নীল, এই দুই রঙে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং স্যামসাং ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে এই ফোন কেনা যাবে। এপ্রিলের ৮ তারিখ থেকে এই ফোন কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ক্রেতারা এই ফোন কিনলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। লঞ্চ অফারে এই সুবিধাও যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফারও রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের এই ফোন অ্যানড্রয়েড ১২ এবং One UI 4.1- এর সাহায্যে পরিচালিত হবে।
  • এই ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ইনফিনিটি ভি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • স্ক্রিনের উপর রয়েছে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
  • স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে অক্টা-কোর Exynos প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।
  • এছাড়াও রয়েছে স্যামসাংয়ের র‍্যাম প্লাস ফিচার। এর সাহায্যে ১৬ জিবি পর্যন্ত র‍্যামের পরিমাণ ভার্চুয়ালি বাড়ানো সম্ভব। ফোনের ইনবিল্ট স্টোরেজের সাহায্যে এই পরিমাণ বাড়ানো সম্ভব।
  • স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি ফোনে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর, এখানে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর রয়েছে ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর।
  • স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের ফোনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি শুটার রয়েছে।
  • এছাড়াও এই ফোনে ৫জি সাপোর্ট, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ফিচার রয়েছে কানেক্টিভিটি অপশন হিসেবে। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

আরও পড়ুন- OnePlus 10 Pro Offer Price: সবে লঞ্চ হয়েছে, এর মধ্যে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ১৬,৫০০ টাকা ছাড়, ৫ এপ্রিল থেকেই মিলবে অফার

Next Article
OnePlus 10 Pro Offer Price: সবে লঞ্চ হয়েছে, এর মধ্যে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনে ১৬,৫০০ টাকা ছাড়, ৫ এপ্রিল থেকেই মিলবে অফার
Burner Phone: ফোনে কথা হচ্ছে অথচ কল লগে ধরা পড়ছে না, বার্নার ফোন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন এত বিতর্ক?