74,999 টাকার Samsung Galaxy S21 FE মাত্র 2,499 টাকায়, Flipkart-এর আশ্চর্যজনক অফার
Samsung Galaxy S21 FE OFFER: ফোনটির ওরিজিনাল দাম 74,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট অফারে এই ফোনের জন্য আপনাকে এত টাকা খরচই করতে হবে না। হাফ দামে আপনি ফোনটি পেয়ে যাবেন। Flipkart-এ সরাসরি 46% ছাড়ের পরে ফোনের দাম হয়ে যাচ্ছে 39,999 টাকা। অর্থাৎ আপনি ফ্ল্যাগশিপ Galaxy S21 FE ফোনের উপরে পেয়ে যাচ্ছেন 35,000 টাকার ছাড়।
Samsung-এর অন্যতম জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন হল Galaxy S21 FE। সেই ফোনই এবার Flipkart-এ আশ্চর্যজনক ছাড়ে হাজির হয়েছে। এতদিন যাঁরা ফোনটি ক্রয় করতে গিয়েও পিছ পা হচ্ছিলেন, তাঁদের জন্য এখন চমৎকার সুযোগ। কল্পনারও কম দামে এই Samsung Galaxy S21 FE ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। এই মুহূর্তের ফোনটির ওরিজিনাল দাম 74,999 টাকা। কিন্তু ফ্লিপকার্ট অফারে এই ফোনের জন্য আপনাকে এত টাকা খরচই করতে হবে না। হাফ দামে আপনি ফোনটি পেয়ে যাবেন। Flipkart-এ সরাসরি 46% ছাড়ের পরে ফোনের দাম হয়ে যাচ্ছে 39,999 টাকা। অর্থাৎ আপনি ফ্ল্যাগশিপ Galaxy S21 FE ফোনের উপরে পেয়ে যাচ্ছেন 35,000 টাকার ছাড়।
অফারের এখানেই শেষ নয়। এরপরে থাকছে ব্যাঙ্ক অফারে 10% ডিসকাউন্ট। তার ফলে ফোনের দাম হয়ে যাচ্ছে 37,499 টাকা। তার ঠিক পরেই আসছে সবথেকে আকর্ষণীয় অফারটি। আর তা হল এক্সচেঞ্জ অফার। আপনার পুরনো ফোনটা বদলে নিজেকে যদি একটি Samsung Galaxy S21 FE ফোনে আপগ্রেড করিয়ে নিতে চান, তাহলে পেয়ে যাবেন 35,000 টাকার অতিরিক্ত ছাড়। এখন নিজেই একবার ভেবে দেখুন। এক্সচেঞ্জ অফারের ফলে কত দাম হয়ে যাচ্ছে এই গ্যালাক্সি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের? মাত্র 2,499 টাকাতেই আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন এই Samsung Galaxy S21 FE ফোনটি। তবে, এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে ফোনটা বদলাচ্ছেন, তার পরিস্থিতি অত্যন্ত ভাল হতে হবে।
Samsung Galaxy S21 FE-তে রয়েছে কিছু আকর্ষণীয় ফিচার্স। 6.4 ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যাতে AMOLED প্যানেল রয়েছে এবং ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz। দ্রুত পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটিতে দেওয়া হয়েছে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ। পারফরম্য়ান্সের দিক থেকে ফোনটি চালিত হচ্ছে একটি অক্টা-কোর প্রসেসরের সাহায্যে, যা সেরার সেরা গতি এবং প্রতিক্রিয়াশীলতা দিতে পারে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 12MP সেন্সর এবং সেকেন্ডারি হিসেবে একটি 8MP ক্যামেরা রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী এবং বড় একটি 4,500mAh ব্যাটারিও রয়েছে এই ফোনে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
সরাসরি ছাড়, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার মিলিয়ে Samsung Galaxy S21 FE এখন ব্যাপক কম দামে কেনার সুযোগ এসে গিয়েছে। অনেক দিন ধরেই যাঁরা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন কেনার চিন্তাভাবনা করছেন, কিন্তু বাজেটের কারণে তা সম্ভব হচ্ছে না, এখনই তাঁদের জন্য সবথেকে সেরা অফারটি চলে এসেছে। আকর্ষণীয় কিছু সেরা ফিচার্স ও স্পেসিফিকেশনস রয়েছে ফোনটিতে। আকর্ষণীয় ডিসপ্লে, বিরাট পরিমাণ স্টোরেজ, শক্তিশালী প্রসেসর, হাই-কোয়ালিটি ক্যামেরা সিস্টেম, ইত্যাদির সবই রয়েছে এই ফোনে। ফোনপ্রেমীদের এই ফোন একটা প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে পারবে।