দক্ষিণ কোরিয়ার সংস্থার স্যামসাংয়ের একটি ফোন নিয়ে অনেকদিন ধরেই বেশ জোরদার আলোচনা চলছে। এই ফোনটি হল স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন। সম্প্রতি শোনা গিয়েছিল যে গ্যালাক্সি আনপ্যাকড পার্ট ২ (২০২১)- এ এই ফোন লঞ্চ হতে পারে। এই ভার্চুয়াল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। তবে এবার আবার স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন মডেল লঞ্চ প্রসঙ্গে নতুন তথ্য পাওয়া গিয়েছে। শোনা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি মাসে এই ফোন লঞ্চ হতে পারে। ১১ জানুয়ারি এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও নিশিচতভাবে কিছু জানাননি।
স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই বা ফ্যান এডিশন আসলে স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ফোনের সাকসেসর মডেল। গত বছর অর্থাৎ ২০২০ সালে লঞ্চ হয়েছিল এই স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ফোন। বেশ কয়েকজন টিপস্টার ইতিমধ্যেই টুইটারে ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছর ১১ জানুয়ারি স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোন লঞ্চ হতে পারে। এই টিপস্টারদের তালিকায় রয়েছে Ross Young, Max Weinbach এবং Jon Prosser। এই তিনজন টিপস্টারের মতে ২০২২ সালের জানুয়ারি মাসে স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন লঞ্চ হতে পারে। এমন উল্লেখ করে টুইটও করেছেন তাঁরা। এঁদের মধ্যে Jon Prosser ১১ জানুয়ারি তারিখের উল্লেখ করেছেন। তারপর অবশ্য টুইটের কমেনটে এই তারিখের উল্লেখ করেছেন টিপস্টার Max Weinbach।
আরও পড়ুন- Realme Q3s: অক্টোবরেই লঞ্চ হতে চলেছে রিয়েলমির এই নতুন স্মার্টফোন, দেখে নিন সম্ভাব্য কিছু ফিচার