
স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের ‘ফ্যান এডিশন (এফই)’ মডেল কবে লঞ্চ হবে তাই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। একাধিক টিপস্টার এর মধ্যেই জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসে ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এক টিপস্টারের দাবি, একথা নাকি খোদ স্যামসাং সংস্থার প্রতিনিধিই জানিয়েছেন। এতদিন অবশ্য এই ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও তারিখ প্রকাশ্যে আসেনি। তবে এবার টিপস্টার Mauri QHD টুইট করে দাবি করেছেন যে, সম্ভবত ৮ সেপ্টেম্বর লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের ‘ফ্যান এডিশন (এফই)’ মডেল।
এর পাশাপাশি সম্প্রতি Geekbench ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে ফোনের মডেল নাম্বার SM-G990E। সেই সঙ্গে আবার বলা হয়েছে যে, এই ফোনে থাকতে পারে একটি Exynos ২১০০ প্রসেসর। এর আগে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের যে সমস্ত ফোন লঞ্চ হয়েছে, সেখানেও এই একই প্রসেসর দেখা গিয়েছে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের ‘ফ্যান এডশন (এফই)’ মডেলের অন্যান্য সম্ভাব্য ফিচার নিয়ে তো বহুদিন ধরেই অনলাইনে আলোচনা হচ্ছে। তবে স্যামসাং কর্তৃপক্ষ এখনও তাদের গ্যালাক্সি এস২১ এফই মডেল লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছুই ঘোষণা করেনি। এমনকি এই ফোনের দাম এবং ফিচার সম্পর্কেও কিছু জানায়নি।
এ যাবৎ স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই মডেলের যেসব ফিচার অনলাইনে প্রকাশ হয়েছে, সেগুলো আরও একবার দেখে নেওয়া যাক-
১। স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে থাকতে পারে ৬.৪ ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০Hz। এই ফোনের ডিজাইনে কোনও ‘কার্ভড এজ’ থাকার সম্ভাবনা নেই।
২। US Federal Communications Commission (FCC) এবং চিনের 3C certification websites- এর তথ্য অনুসারে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ফোনে ২৫W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
৩। স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই স্মার্টফোনে থাকতে পারে ৮ জিবি র্যাম। ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১১- র সাহায্যে। গুগল প্লে কনসোলেও এই ফোনের নাম দেখা গিয়েছে। সেখানে আবার বলা হয়েছে এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকতে পারে। আর তার সঙ্গে ৬ জিবি র্যাম এবং Adreno 660 GPU ও ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে।
৪। স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই স্মার্টপফোনে ৪৫০০mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর আগে গ্যালাক্সি এস২১ ফোনে ৪০০০mAh ব্যাটারি ছিল। তার থেকে সামান্য বড় ব্যাটারি থাকতে পারে গ্যালাক্সি এস২১ এফই ভ্যারিয়েন্টে।
৫। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে একাধিক রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজের নতুন মডেল। নীল, ধূসর, সবুজ, বেগুনি এবং সাদা- এই পাঁচটি রঙে পাওয়া যেতে পারে গ্যালাক্সি এস২১ এফই ফোন।
৬। এই ‘এফই’ কথার অর্থাৎ হল ‘ফ্যান এডিশন’। গ্যালাক্সি এস২১ ফোনের সঙ্গে ডিজাইন এবং ফিচারের দিক থেকে গ্যালাক্সি এস২১ এফই ফোনে অনেক মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। বিশেষ করে রেয়ার ক্যামেরা সেটিংসে মিল থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ভ্যারিয়েন্টে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এছাড়া ফোনের নীচের অংশে স্পিকার গ্রিল, সিম ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভলিউম আর পাওয়ার বাটন থাকবে ফোনের ডানদিকে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকতে পারে এই ফোনে।
আরও পড়ুন- ভারতে দ্রুত লঞ্চ হতে পারে Realme Narzo 50i, আসতে পারে রিয়েলমি নারজো ৫০ সিরিজের আর একটি ফোনও