AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতে দ্রুত লঞ্চ হতে পারে Realme Narzo 50i, আসতে পারে রিয়েলমি নারজো ৫০ সিরিজের আর একটি ফোনও

রিয়েলমি নারজো ৫০আই এবং রিয়েলমি নারজো ৫০এ----- রিয়েলমি নারজো ৫০ সিরিজের এই দু'টি স্মার্টফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে শোনা গিয়েছে।

ভারতে দ্রুত লঞ্চ হতে পারে Realme Narzo 50i, আসতে পারে রিয়েলমি নারজো ৫০ সিরিজের আর একটি ফোনও
ভারতে রিয়েলমি নারজো ৫০ সিরিজের দুটো ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 9:22 AM
Share

রিয়েলমি নারজো ৫০আই লঞ্চ হতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, ভারতের বাজারে দ্রুত লঞ্চ হতে পারে রিয়েলমির এই স্মার্টফোন। ইতিমধ্যেই, রিয়েলমি নারজো- র এই ফোনের রঙ এবং অন্যান্য ফিচার ফাঁস হয়েছে। রিয়েলমি নারজো ৫০ সিরিজের অন্তর্ভুক্ত হবে এই নতুন ফোন। যদিও রিয়েলমি সংস্থার তরফে এখনও ভারতে  রিয়েল নারজো ৫০আই লঞ্চের প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। এর আগে রিয়েলমি নারজো ৩০ সিরিজ লঞ্চ হয়েছে। এবার রিয়েলমি নারজো ৫০ সিরিজের কথা শোনা যাচ্ছে। অনুমান, রিয়েলমি নারজো ৪০ সিরিজ হয়তো লঞ্চ করবেন না কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এর আগেও লক্ষ্য করা গিয়েছে যে ‘৪’ সংখ্যা বরাবরই এড়িয়ে চলেছে রিয়েলমি সংস্থা। অন্যান্য সিরিজের স্মার্টফোনের মডেলের ক্ষেত্রেও ‘৪’ সংখ্যার ব্যবহার হয়নি। অন্যদিকে, রিয়েলমি নারজো ৫০আই ফোনের যে সমস্ত সম্ভাব্য ফিচার এ যাবৎ অনলাইনে বিভিন্ন টিপস্টার বা ওয়েবসাইট সূত্রে প্রকাশ হয়েছে, তা থেকে বিশেষজ্ঞদের অনুমান সম্ভবত রিয়েলমি নারজো ৫০ সিরিজের ‘বাজেট অফারিং’ ফোন হতে চলেছে এই মডেল।

জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন যে ভারতে খুব তাড়াতাড়ি রিয়েলমি নারজো ৫০আই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার প্রসঙ্গেও আলোচনা করেছেন তিনি। এঙ্কনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি নারজো ৫০আই ফোন প্রসঙ্গে কী কী দাবি করেছেন টিপস্টার মুকুল শর্মা।

  • টিপস্টারের দাবি অনুযায়ী, দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে এই ফোন। ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ও ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে রিয়েলমি নারজো ৫০আই ফোন।
  • মিন্ট গ্রিন এবং কার্বন ব্ল্যাক, এই দুই রঙে লঞ্চ হতে পারে রিয়েল নারজো ৫০আই ফোনের এই দুই স্টোরেজ কনফিগারেশন মডেল।

এখনও পর্যন্ত রিয়েলমি সংস্থার তরফে তাদের রিয়েলমি নারজো ৫০ সিরিজ প্রসঙ্গে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। কবে নতুন সিরিজের ফোন প্রসঙ্গে রিয়েলমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে আলোচনা করবেন তাও জানা যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে এটা শোনা গিয়েছে যে, রিয়েলমি নারজো ৫০আই ফোন রিয়েলমি নারজো ৫০ সিরিজের ‘বাজেট’ সেগমেন্টের মডেল হতে চলেছে। এর পাশাপাশি আবার শোনা যাচ্ছে, রিয়েলমি নারজো ৫০আই ছাড়াও ‘৫০ সিরিজ’- এর আর একটি মডেল নিয়েও নাকি কাজ চালাচ্ছে রিয়েলমি সংস্থা। সূত্রের খবর, ওই ফোনের মডেলের নাম রিয়েলমি নারজো ৫০এ। এই ফোনের নাম Bureau of Indian Standards (BIS) এবং তাইল্যান্ডের National Broadcasting and Telecommunications Commission (NBTC)- এই দুই সাইটে দেখা গিয়েছে। ফলে অনুমান, রিয়েলমি নারজো ৫০আই- এর পাশাপাশি হয়তো রিয়েল নারজো ৫০এ মডেলও দ্রুত ভারতে লঞ্চ হতে পারে।

বিভিন্ন ‘রেন্ডার লিক’ থেকে শোনা গিয়েছে যে, রিয়েলমি নারজো ৫০এ ফোনের ব্যাক প্যানেলে বিশেষ ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য নচ ডিসপ্লে থাকতে পারে। সেই সঙ্গে ৩.৫ মিলিমিটারের একটি এহডফোন জ্যাক এবং টাইপ সি ইউএসবি পোর্ট থাকতে পারে ফোনের নীচের অংশে। এর পাশাপাশি ফোনের ব্যাক প্যানেলে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। চৌকো আকৃতিক মডিউলে সেট করা থাকতে পারে ক্যামেরা সেনসরগুলি। এছাড়াও ফোনের পিছনের অংশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে।

আরও পড়ুন- Samsung Galaxy A52s 5G: ভারতে কবে লঞ্চ হবে এই স্মার্টফোন? দেখে নিন সম্ভাব্য দাম ও ফিচার