স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ১০ জানুয়ারি এই ফোন দেশে লঞ্চ হয়েছে। ১১ জানুয়ারি থেকে বিক্রি শুরু হবে। স্যামসাং গ্যালাক্সি এস২০ এফই ৫জি ফোনের সাকসেসর মডেল হল স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোন। স্যামসাংয়ের এই নতুন ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে Exynos ২১০০ প্রসেসর। চারটি রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোন।
ভারতে স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের দাম এবং লঞ্চ অফার
ভারতে এই ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৮,৯৯৯ টাকা। গ্র্যাফাইট, ল্যাভেন্ডার বা হাল্কা বেগুনি শেড, অলিভ বা জলপাই এবং হোয়াইট বা সাদা— এই চার রঙে স্যামসাং গ্যালাক্সি এস২১ ফ্যান এডিশন ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইট Samsung.com এবং ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এছাড়া অন্যান্য বড় রিটেল আউটলেটেও এই ফোন পাওয়া যাবে।
এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে ফোন কেনার সময় টাকার লেনদেন হলে ৫০০০ টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ফলে দাম কমে হবে ৪৯,৯৯৯ টাকা। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত এই অফার বজায় রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি ফোনের স্পেসিফিকেশন
আরও পড়ুন- Xiaomi 11T Pro: ভারতে লঞ্চ হতে চলেছে শাওমি ১১টি প্রো ৫জি স্মার্টফোন, কবে লঞ্চ?