
স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা (Smasung Galaxy S22 Ultra) ফোনের নতুন সবুজ রঙের ভ্যারিয়েন্ট (Smasung Galaxy S22 Ultra Green Color Variant) লঞ্চ হয়েছে ভারতে। দক্ষিণ কোরিয়া টেক জায়ান্ট স্যামসাং তাদের গ্যালাক্সি এস২২ সিরিজ (Smasung Galaxy S22 Series) ভারতে লঞ্চ করেছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে। সেখানে ছিল স্যামসাং গ্যালাক্সি এস২২, স্যামসাং গ্যালাক্সি এস২২+ এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোন। লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোন পাওয়া যাচ্ছিল বার্গেন্টি, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম হোয়াইট (১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের জন্য) এই চারটি রঙে। তবে সম্প্রতি একটি নতুন রঙে (গ্রিন ভ্যারিয়েন্ট) ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। সবুজ রঙের স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা। এই স্টোরেজ কনফিগারেশনে অন্যান্য রঙের মডেলের দামও একই। স্যামসাংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এই ফোনের নাম দেখা গিয়েছে। স্যামসাং সংস্থার দাবি এই ফোন কিনলে ২৬,৯৯৯ টাকার একটি গ্যালাক্সি ওয়াচ ৪ ক্রেতারা পাবেন মাত্র ২৯৯৯ টাকায়।
স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের স্পেসিফিকেশন
আরও পড়ুন- iPhone 12 For Free: এই প্ল্যানটি রিচার্জ করলে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন একটি আইফোন ১২
আরও পড়ুন- Poco M4 Pro 5G: ২০০০ টাকারও কমে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে পোকো এম৪ প্রো ৫জি ফোন! দেখে নিন অফার
আরও পড়ুন- Smartphone Explode: ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? এই ৫টি ভুল একদম করবেন না