Samsung Galaxy S23 FE আত্মপ্রকাশ করল ভারতে, শুরুতেই 10,000 টাকার ডিসকাউন্ট

Samsung Galaxy S23 FE লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 59,999 টাকা। তবে, বিশেষ অফার থাকছে HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য। তাঁরা এই ফোনটি পেয়ে যাবেন 10,000 টাকা ছাড়ে।

Samsung Galaxy S23 FE আত্মপ্রকাশ করল ভারতে, শুরুতেই 10,000 টাকার ডিসকাউন্ট
প্রিমিয়াম স্যামসাং মোবাইল হাজির বিরাট ছাড়ে।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 2:39 PM

Samsung Galaxy S23 FE ফোনটি ভারতে লঞ্চ হয়ে গেল। এই হ্যান্ডসেটটি Galaxy S21 FE-র পরবর্তী প্রজন্ম। কারণ, তার আগে Galaxy S22 FE নিয়ে আসা হয়নি সংস্থার তরফে। এই ফ্যান এডিশনটি হল ফ্ল্যাগশিপ Galaxy S23 সিরিজ়ের টোনড্ ডাউন ভার্সন। চলতি বছরে শুরুতেই এই সিরিজ়ের আত্মপ্রকাশ হয়। নতুন Samsung প্রিমিয়াম ফোনটি 60,000 টাকার কমেই লঞ্চ করা হয়েছে। Amazon থেকেই বিক্রি করা হবে এই Galaxy S23 FE। ফোনের অফার, স্পেসিফিকেশন সংক্রান্ত সব তথ্য জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S23 FE: দাম ও অন্যান্য তথ্য

ভারতে Samsung Galaxy S23 FE লঞ্চ করা হয়েছে একটাই মাত্র স্টোরেজ ভ্যারিয়েন্টে। সেই 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম 59,999 টাকা। তবে, বিশেষ অফার থাকছে HDFC ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য। তাঁরা এই ফোনটি পেয়ে যাবেন 10,000 টাকা ছাড়ে। অর্থাৎ HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই Galaxy S23 FE ফোনটি পেয়ে যাবেন মাত্র 49,999 টাকায়।

5 অক্টোবর থেকে ফোনটির বিক্রিবাট্টা শুরু হবে। তারপর 7 অক্টোবর থেকে Samsung Galaxy S23 FE-র ডেলিভারিও শুরু হয়ে যাবে। Amazon থেকে এই ফোনটি কিনতে পারবেন কাস্টমাররা। মিন্ট, ক্রিম, গ্রাফাইট, ইন্ডিগো, ট্যাঙ্গারিন এবং পার্পল এই কয়েকটি রঙে ফোনটি পাওয়া যাবে।

Samsung Galaxy S23 FE: ফিচার ও স্পেসিফিকেশন

Galaxy S23 FE ফোনে দেওয়া হয়েছে একটি কমপ্যাক্ট 6.3 ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি Exynos 2200 চিপসেটের সাহায্যে।

ফটোগ্রাফি ডিপার্টমেন্টে ফোনটিকে ঢেলে সাজানো হয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 50MP ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে একটি 12MP আলট্রাওয়াইড সেন্সর এবং একটি 8MP টেলিফটো ক্যামেরা দেওয়া হচ্ছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Galaxy S23 FEতে থাকছে একটি 10MP ফ্রন্ট ক্যামেরা।

প্রিমিয়াম 5G ফোনটিতে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজ করবে। বেশ বড় এবং শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আকর্ষণীয় বিষয়টি হল, এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে এই ফোনের রিটেল বক্সে কোনও চার্জার দিচ্ছে না সংস্থাটি। Samsung জানিয়েছে, আধ ঘণ্টার মধ্যে ফোনটি 50% চার্জ করতে পারে।