Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samsung S20 FE 5G ফোন এক ঝটকায় 30 হাজার টাকা সস্তা, কীভাবে পাবেন সুযোগ?

Samsung S20 FE 5G Price: Samsung S20 FE 5G স্মার্টফোনটি কোম্পানি 2021 সালে লঞ্চ করেছিল। এই ফোনটি Fold এবং S22 সিরিজের পর কোম্পানির তৃতীয় প্রিমিয়াম স্মার্টফোন। জেনে নেওয়া যাক এই ফোনটি কোথা থেকে এত কম দামে কিনবেন। আর কী কী অফার রয়েছে।

Samsung S20 FE 5G ফোন এক ঝটকায় 30 হাজার টাকা সস্তা, কীভাবে পাবেন সুযোগ?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 11:21 AM

Samsung-এর প্রিমিয়াম সেগমেন্টে কিছু ফোন রয়েছে, যাতে নজরকাড়া সব ফিচার রয়েছে। তবে দাম বেশি হওয়ায় অনেকেই কেনার প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। আপনিও যদি এমন কিছু প্ল্যান করে থাকেন, তবে অর্ধেকেরও কম দামে স্যামসাংয়ের মতো একটি কোম্পানির থেকে একটি প্রিমিয়াম ফোন পেয়ে যাবেন। বর্তমানে Samsung S20 FE 5G ফোন ই-কমার্স সাইট Amazon-এ খুব সস্তায় পাওয়া যাচ্ছে। এই ধরনের অফার এই Samsung ফোনে আগে আসেনি। Samsung S20 FE 5G স্মার্টফোনটি কোম্পানি 2021 সালে লঞ্চ করেছিল। এই ফোনটি Fold এবং S22 সিরিজের পর কোম্পানির তৃতীয় প্রিমিয়াম স্মার্টফোন। জেনে নেওয়া যাক এই ফোনটি কোথা থেকে এত কম দামে কিনবেন। আর কী কী অফার রয়েছে।

Samsung S20 FE 5G-এর নতুন দাম:

Samsung যখন এই ফোনটি লঞ্চ করেছিল, তখন এর দাম ছিল 74,990 টাকা, কিন্তু বর্তমানে আপনি এই স্মার্টফোনটি ই-কমার্স সাইট Amazon থেকে 53 শতাংশ ডিসকাউন্টে মাত্র 34,999 টাকায় কিনতে পারবেন। এতে আপনি ব্যাঙ্ক অফারও পেয়ে যাবেন। আপনি এই স্যামসাং ফোনটি HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে EMI-তে কিনলে প্রতিমাসে 1250 টাকা এবং HSBC ব্যাঙ্কের কার্ড থেকে কিনলে 5 শতাংশ তাত্ক্ষণিক ছাড় পাবেন।

Samsung Galaxy S20 FE 5G-এর ফিচার:

এই ফোনটিতে 5G রেডি প্রসেসর রয়েছে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও 8 GB RAM এবং 256 GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 11 এ কাজ করে। ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর প্রথম সেন্সরটি 13 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি একটি 8-মেগাপিক্সেল ওআইএস টেলি ক্যামেরা এবং তৃতীয়টি একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। আর সামনের ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। এতে রয়েছে 6.5 ইঞ্চি ইনফিনিটি-ও সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হল 120Hz। ফোনটিতে একটি 4500mAh ব্যাটারি রয়েছে, যা সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।