Samsung Galaxy M Series: স্যামসাং গ্যালাক্সি এম২৩ এবং গ্যালাক্সি এম৩৩ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নিন লঞ্চের আগে

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Mar 06, 2022 | 11:10 PM

Samsung Galaxy M Series: জানা গিয়েছে যে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই দুটো ফোন (Samsung Galaxy M23) ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে (Samsung Galaxy M33)। যদিও স্যামসাং (Samsung) কর্তৃপক্ষ এখনও সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি। 

Samsung Galaxy M Series: স্যামসাং গ্যালাক্সি এম২৩ এবং গ্যালাক্সি এম৩৩ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নিন লঞ্চের আগে
ছবি প্রতীকী।

Follow Us

দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং (Samsung) সংস্থা তাদের গ্যালাক্সি ‘এ’ সিরিজের দুটো ফোনের সঙ্গে ‘এম ‘ সিরিজের (Samsung Galaxy M Series) দু’টি ফোনের স্পেসিফিকেশনও প্রকাশ করেছেন সম্প্রতি। সেগুলি হল যথাক্রমে- স্যামসাং গ্যালাক্সি এম২৩ (Samsung Galaxy M23) এবং স্যামসাং গ্যালাক্সি এম৩৩ (Samsung Galaxy M33)। এই দুই ফোনেই রয়েছে ৬.৬ ইঞ্চির টিএফটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম২৩ ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আর স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনে রয়েছে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। তবে ক্যামেরা মডিউলে ফারাক থাকলেও এই দুই ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। GSMArena- এর রিপোর্ট সূত্রে জানা গিয়েছে যে স্যামসাং গ্যালাক্সি ‘এম’ সিরিজের এই দুটো ফোন ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাননি।

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনের স্পেসিফিকেশন- এই ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১২ বেসড OneUI 4.1- এর সাহায্যে। এই ফোনে থাকতে পারে ৬.৬ ইঞ্চির একটি টিএফটি ইনফিনিটি ভি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। শোনা যাচ্ছে, এই ফোনে একটি অক্টা-কোর প্রসেসর থাকতে পারে। তবে কোন চিপসেট থাকবে নির্দিষ্ট ভাবে তা জানা যায়নি। এই ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনে একটি কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার সঙ্গে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং দুটো ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ডেপথ ক্যামেরা সেনসর রয়েছে। আর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচের একটি শক্তিশালী ব্যাটারি। নীল, খয়েরি এবং সবুজ রঙে পাওয়া যাবে এই ফোন। জানা গিয়েছে ফোনের ওজন ২১৫ গ্রাম। ফোনের সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে Samsung Knox security ফিচার।

স্যামসাং গ্যালাক্সি এম২৩ ফোনের স্পেসিফিকেশন- এই ফোনে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনের মতো একই ডিসপ্লে এবং সফটওয়্যার। এই ফোনেও একটি অক্টা-কোর প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকতে পারে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, Samsung Knox security, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর। গাঢ় সবুজ এবং হাল্কা নীল রঙে পাওয়া যাবে এই ফোন। জানা গিয়েছে ফোনের ওজন ১৯৮ গ্রাম।

আরও পড়ুন- iQOO Z3 5G: প্রায় ২৩ হাজার টাকার ফোন এবার ৪০০০ টাকারও কমে! অ্যামাজনে আইকিউওও জেড৩ ৫জি ফোনে দুর্দান্ত ছাড়

Next Article