iQOO Z3 5G: প্রায় ২৩ হাজার টাকার ফোন এবার ৪০০০ টাকারও কমে! অ্যামাজনে আইকিউওও জেড৩ ৫জি ফোনে দুর্দান্ত ছাড়

iQOO Z3 5G: আইকিউওও জেড৩ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে রয়েছে ছাড়।

iQOO Z3 5G: প্রায় ২৩ হাজার টাকার ফোন এবার ৪০০০ টাকারও কমে! অ্যামাজনে আইকিউওও জেড৩ ৫জি ফোনে দুর্দান্ত ছাড়
আইকিউওও জেড৩ ৫জি ফোন।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 10:36 PM

ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon) মাত্র ৪০০০ টাকায় পাওয়া যাচ্ছে আইকিউওও জেড৩ ৫জি (iQOO Z3 5G) ফোন। এক্সচেঞ্জ অফারেই এতটা দাম কমেছে ভিভোর (Vivo) সাব ব্র্যান্ড আইকিউওও সংস্থার ৫জি স্মার্টফোনের। এক্সচেঞ্জ অফার ছাড়াও রয়েছে ব্যাঙ্ক অফার। সব ছাড় মিলিয়ে মাত্র ৩২৪০ টাকায় আইকিউওও জেড৩ ৫জি ফোন কেনার সুযোগ রয়েছে। এবার দেখে নেওয়া যাক কীভাবে এই ছাড় পাবেন ক্রেতারা।

অ্যামাজনে আইকিউওও জেড৩ ৫জি ফোনের দাম

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ২২,৯৭৮ টাকা। এর উপর রয়েছে ২২ শতাংশ ছাড়। যার ফলে ৪৯৮৮ টাকা দাম কমে আইকিউওও জেড৩ ৫জি ফোনের দাম হয়েছে ১৭,৯৯০ টাকা। এরপর যুক্ত হয়েছে এক্সচেঞ্জ অফার এবং বিভিন্ন ব্যাঙ্ক অফার।

অ্যামাজনে আইকিউওও জেড৩ ৫জি ফোনের এক্সচেঞ্জ অফার

পুরনো ফোনের পরিবর্তে এই ৫জি ফোন কিনলে ১৪,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। যার ফলে ফোনের দাম কমে হবে ৩২৪০ টাকা। তবে গ্রাহককের এলাকায় এই এক্সচেঞ্জ অফার রয়েছে কিনা তা দেখে নিতে হবে ওই অঞ্চলের পিনকোড অ্যামাজনের সাইটে দিয়ে। আর যে ফোন এক্সচেঞ্জ করা হবে তার অবস্থার উপরেও নির্ভর করবে ছাড়ের পরিমাণ।

অ্যামাজনে আইকিউওও জেড৩ ৫জি ফোনের অন্যান্য ভ্যারিয়েন্টে অফার

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও রয়েছে ছাড়। সেখানে ২৪ শতাংশ ছাড় যুক্ত হয়ে ফোনের দাম কমেছে ৬০০০ টাকা। যার ফলে আইকিউওও জেড৩ ৫জি ফোনের এই স্টোরেজ কনফিগারেশনের দাম হয়েছে ১৮,৯৯০ টাকা। এই ফোনের উপরেও রয়েছে এক্সচেঞ্জ অফার। সেখানেও ১৪,৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। যার ফলে ফোনের দাম কমে হয়েছে ৪২৪০ টাকা। এছাড়াও রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অফার।

আইকিউওও জেড৩ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন 

এই ফোনে রয়েছে ফুল এইচডি প্লাস রেজ়োলিউশনের ৬.৫৭ ইঞ্চির একটি আইপিএস এলসিডিটি.এ ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি ৪০১পিপিআই। একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। পারফর্ম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৮জি ৫জি প্রসেসর। ইউএসবি টাইপ-সি চার্জার দ্বারা ফোনটি চার্জ করা যাবে এবং এই ফোনের ব্যাটারি ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন- Samsung Galaxy A Series: প্রকাশ্যে স্যামসাং গ্যালাক্সি এ১৩ এবং গ্যালাক্সি এ২৩ ফোনের স্পেসিফিকেশন, দেখে নিন

আরও পড়ুন- JioPhone Next: জিওফোন নেক্সট এবার আপনার নিকটস্থ দোকানে, দেশের সবথেকে সস্তার স্মার্টফোনের ফিচার্স দেখে নিন