Realme 9 Pro 5G vs Realme 9Pro+ 5G: একনজরে দেখে নিন রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন

দেখে নেওয়া যাক রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনের মিল এবং অমিলগুলি।

Realme 9 Pro 5G vs Realme 9Pro+ 5G: একনজরে দেখে নিন রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন
রিয়েলমি ৯ প্রো সিরিজের দুটো ফোন ভারতে লঞ্চ হয়েছে। Photo Credit: Financial Express
Follow Us:
| Edited By: | Updated on: Feb 17, 2022 | 5:00 PM

ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ৯প্রো ৫জি স্মার্টফোন সিরিজ (Realme 9Pro 5G Smartphone Series)। এই স্মার্টফোন সিরিজের দু’টি মডেল যথাক্রমে- রিয়েলমি ৯ প্রো ৫জি (Realme 9Pro 5G) এবং রিয়েলমি ৯ প্রো+ ৫জি (Realme 9Pro+ 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই দুই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনে রয়েছে বেশ কিছু মিল। একইসঙ্গে দুই ফোনের মধ্যে বেশ কিছু পার্থক্যও দেখা গিয়েছে। তাই একনজরে দেখে নেওয়া যাক রিয়েলমি ৯ প্রো ৫জি এবং রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনের মিল এবং অমিলগুলি।

রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের স্পেসিফিকেশন

  • এই ফোন পরিচালিত হবে অ্যানড্রয়েড ১২ আউট-অফ-দ্য বক্স এবং রিয়েলমি UI 3.0- এর সাহায্যে।
  • এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেল রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এই ফোনে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যাম।
  • রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লেতে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের একটি হেডফোন জ্যাক রয়েছে। আর ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৯৫ গ্রাম।

রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনের স্পেসিফিকেশন

  • অ্যানড্রয়েড ১২ এবং Realme UI 3.0- র সাহায্যে এই ফোন পরিচালিত হবে। এখানে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লের উপর রয়েছে একটি ২.৫ডি কর্নিং গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন।
  • এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৯২০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত LPDDR4X র‍্যাম।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনের ব্যাক প্যানেলে। সেখানে ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। এছাড়াও এই ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সলের সোনি IMX355 সেনসর (আলট্রা ওয়াইড লেন্স) এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার।
  • রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনে রয়েছে একটি ProLight Imaging Technology। রিয়েলমি সংস্থার দাবি, এই প্রযুক্তির সাহায্যে ছবিতে আলোর পরিমাণ ভাল থাকবে।
  • এই ফোনে ১৬ মেগাপিক্সেলের সোনি IMX471 সেলফি ক্যামেরা রয়েছে। কম আলোতেও ভাল সেলফি তোলা যাবে এই ক্যামেরায় থাকা ক্লিয়ার ফিউশন অ্যালগোরিথমের সাহায্যে।
  • এই ফোনে রয়েছে ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, টাইপ-সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের এহডফোন জ্যাক রয়েছে, এছাড়াও রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। সেই সঙ্গে এই ফোনে রয়েছে একটি হার্ট রেট সেনসর যা ইউজারের হৃদস্পন্দন পরিমাপ করতে, নজর রাখতে, পর্যবেক্ষণে সাহায্য করবে। তবে এই হার্ট রেট সেনসর স্বাস্থ্য নিয়ামক হিসেবে অনুমোদন পায়নি।
  • রিয়েলমি ৯ প্রো+ ৫জি ফোনে রয়েছে ডুয়াল স্পিকার যেখানে ডলবি অ্যাটমোস এবং হাই রেসোলিউশনের অডিয়ো সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট পর্যন্ত সুপার ডার্ট ফাস্ট চার্জিং সাপোর্ট। আর ফোনের জন ১৮২ গ্রাম।

আরও পড়ুন- Samsung Galaxy S22 vs Galaxy S22+ vs Galaxy S22 Ultra: দেখে নিন স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের তিনটি ফোনের বিভিন্ন মিল ও পার্থক্য