২২ হাজার টাকার ফোন পাবেন মাত্র ৬০০০ টাকায়! ভাবছেন এমনও হয়? সত্যিই ঠিক এতটাই ছাড়ে ফ্লিপকার্টে (Flipkart) পাওয়া যাচ্ছে ওপ্পো এফ১৯এস (Oppo F19s) ফোন। জানা গিয়েছে, ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart Offer) ওয়েবসাইটে ওপ্পো এফ১৯এস ফোনের সঙ্গে যুক্ত হয়েছে এক্সচেঞ্জ অফার। আর তার ফলেই ৬০০০ টাকার মধ্যে দাম থাকা স্মার্টফোনের তালিকায় ঢুকে পড়েছে ওপ্পো এফ সিরিজের এই ফোন। কীভাবে এই বিপুল পরিমাণ ছাড় পাবেন, দেখে নিন।
ফ্লিপকার্টে ওপ্পো এফ১৯এস ফোনের দাম- এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ১৯,৯৯০ টাকায়। এই ফোনের আসল দাম ২২,৯৯০ টাকা। তার উপর ১৩ শতাংশ ছাড় যুক্ত হয়ে ফোনের দাম কমেছে। সেখানেই তিন হাজার টাকা দাম কমে ওপ্পো এফ১৯এস ফোনের দাম হয়েছে ১৯,৯৯০ টাকা। এর পরেও এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের সাহায্যে ফোনের দাম আরও কিছুটা কমানো যাবে।
এক্সচেঞ্জ অফার- ওপ্পো এন১৯এস ফোন এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। সেক্ষেত্রে ১৪,৮০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এর ফলে দাম কমে ওপ্পো এফ১৯এস ফোন আসলে পাওয়া যাবে ৫১৯০ টাকায়, যা ছয় হাজার টাকার থেকেও কম। তবে গ্রাহককে ফ্লিপকার্টের সাইটে নিজের এলাকার পিনকোড দিয়ে দেখে নিতে হবে যে সেখানে এই অফার রয়েছে কিনা। আর যে ফোন এক্সচেঞ্জ করা হবে সেটা কেমন অবস্থায় রয়েছে তার উপরেও নির্ভর করবে যে গ্রাহক কতটা অফার পাবেন এবং আদৌ এক্সচেঞ্জ অফার পাবেন কিনা। আসলে সর্বোচ্চ ১৪,৮০০ টাকা এক্সচেঞ্জ অফারে ছাড় পাওয়া যাবে।
ব্যাঙ্ক অফার- পেটিএম ওয়ালেটে সর্বনিম্ন ৫০০ টাকার কেনাকাটা করলে ৫০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন। তবে একবারই একটি পেটিএম অ্যাকাউন্টে এই ছাড় প্রযোজ্য হবে। এছাড়াও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্তাবলী রয়েছে। সেগুলি দেখে নেওয়া প্রয়োজন।
ওপ্পো এফ১৯এস ফোনের বিভিন্ন ফিচার
আরও পড়ুন- iPhone SE (2020): ১৫ হাজার টাকায় আইফোন! ফ্লিপকার্টে আইফোন এসই ২০২০, ৬৪ জিবি পাওয়া যাচ্ছে এতই কম দামে