Tecno Camon 18: ১৪,৯৯৯ টাকায় ভারতে এল টেকনো ক্যামন ১৮, সামনে-পিছনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, দেখে নিন সব ফিচার্স
Tecno Camon 18 Price In India, Specifications: ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল টেকনো। সেই টেকনো ক্যামন ১৮ ফোনের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে একটি ট্রু বাডসও অফার করছে সংস্থা।
বৃহস্পতিবার ভারতে একটি সস্তার স্মার্টফোন লঞ্চ করল টেকনো। সংস্থার সেই লেটেস্ট হ্যান্ডসেটের নাম টেকনো ক্যামন ১৮ (Tecno Camon 18)। সস্তার এই স্মার্টফোনে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা। আবার সেলফির জন্য টেকনো ক্যামন ১৮ বাজেট স্মার্টফোনে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং সেন্সর। ৬.৮ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে যার টাচ স্যাম্পলিং রেট ১২০Hz। শক্তিশালী একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
টেকনো ক্যামন ১৮ দাম ও উপলব্ধতা
ভারতে টেকনো ক্যামন ১৮ ফোনটি লঞ্চ করা হয়েছে ১৪,৯৯৯ টাকা দামে। এই দাম ধার্য করা হয়েছে ফোনের ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ মডেলের জন্য। এই ফোনের সঙ্গেই আবার বাডস টু (Tecno Buds 2) ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস অফার করছে সংস্থা। মোট দুটি কালার অপশন রয়েছে এই টেকনো ক্যামন মডেলের – ডাস্ক গ্রে এবং আইরিস পার্পল। ২৭ ডিসেম্বর থেকে অনলাইনে এবং দেশের বিভিন্ন রিটেল দোকান থেকে টেকনো ক্যামন ১৮ স্মার্টফোন কিনতে পারবেন কাস্টমাররা।
টেকনো ক্যামন ১৮ স্পেসিফিকেশনস, ফিচার্স
ডিসপ্লে – একটি ৬.৮ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রেজোলিউশন ১০৮০X২৪৬০ পিক্সেলস এবং ব্রাইটনেস ৫০০ নিটস।
সফ্টওয়্যার ও প্রসেসর – ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক HiOS 8 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে। পারফর্ম্যান্সের জন্য এই টেকনো স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর।
স্টোরেজ – টেকনো ক্যামন ১৮ স্মার্টফোনে রয়েছে ৪জিবি LPDDR4 র্যাম এবং ১২৮জিবি পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজ। এছাড়াও এই ফোনে এমনই প্রযুক্তি রয়েছে যার সাহায্যে অব্যবহৃত স্টোরেজ থেকে আরও 7GB বাড়িয়ে নেওয়া সম্ভব।
ক্যামেরা – একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সেল এবং অ্যাপার্চার f/১.৭৯। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি AI লেন্স এবং তার সঙ্গে ডুয়াল ফ্ল্যাশ। লো লাইট ফটোগ্রাফি মোডে 2K ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট করবে এই ফোনের ক্যামেরা। আর তার জন্য এই ফোনে রয়েছে TAIVOS প্রযুক্তি। এই ব্যাক ক্যামেরা প্যানেল স্লো মোশন, নাইট ভিডিয়ো মোড, ভিডিয়ো বোকে-সহ একাধিক ফিচার সাপোর্ট করবে। একটি ৪৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে এই হ্যান্ডসেটে।
ব্যাটারি – এই টেকনো ক্যামন ১৮ মডেলে অত্যন্ত শক্তিশালী একটি ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: ভারতেও এসে গেল বীভৎস ১৮জিবি র্যামের এই স্মার্টফোন, কবে থেকে কিনতে পারবেন, জেনে নিন এখনই
আরও পড়ুন: এবার মহাকাশে খাবার পৌঁছে দিল উবর ইটস, কী কী অর্ডার করছিলেন মহাকাশচারীরা?
আরও পড়ুন: এয়ারটেল ৬৬৬ টাকার নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল, ৭৭ দিন রোজ ১.৫জিবি করে ডেটা