টেকনো ফ্যান্টম এক্স (Tecno Phanton X) ফোন লঞ্চ হয়েছে ভারতে। নতুন এই ফোনে রয়েছে একটি ৯০ হার্টজ রিফ্রেশ রেটের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও রয়েছে (Tecno Smartphone) ডুয়াল সেলফি ক্যামেরা, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। টেকনোর এই নতুন ফোনে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে। এছাড়াও এই ফোনে ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশন ফিচার দেখা যাবে। ৫ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব ফোনের অব্যবহৃত স্টোরেজের সাহায্যে। বাজারদর অনুসারে ভিভো ভি ২৩এ ৫জি, ওপ্পো এফ২১ প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি— এইসব ফোনের সঙ্গে প্রতিযোগিতা হবে টেকনো ফ্যান্টম এক্স ফোনের। কারণ এইসব ফোনের দাম মোটামুটি একই। এবার দেখে নেওয়া যাক টেকনো ফ্যান্টম এক্স ফোনের দাম এবং বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।
টেকনো ফ্যান্টম এক্স ফোনের দাম
ভারতে একটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনেই লঞ্চ হয়েছে টেকনো ফ্যান্টম এক্স ফোন। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। আইসল্যান্ড ব্লু এবং সামার সানসেট রঙে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে টেকনো ফ্যান্টম এক্স ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে আগামী ৪ মে থেকে। এই ফোন কিনলে ক্রেতারা ২৯৯৯ টাকার একটি ব্লুটুথ স্পিকার পাবেন ফ্রি গিফট বা কমপ্লিমেন্টারি হিসেবে। এর সঙ্গে থাকছে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট সার্ভিস। গত বছর জুন মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল টেকনো ফ্যান্টম এক্স ফোন।
টেকনো ফ্যান্টম এক্স ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন