ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো স্পার্ক ৮ প্রো। ২৯ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে এই সোন। গত মাসে বাংলাদেশে এই ফোন দুটো রঙে লঞ্চ হয়েছিল। টেকনো স্পার্ক ৮ প্রো ফোনে থাকবে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এছাড়াও এই ফোনের ফ্রন্ট ডিসপ্লেতে থাকবে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৫০০০এমএএইচ ব্যাটারি। এই ব্যাট্রিতে আবার ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এবছর শুরুর দিকে দেশে লঞ্চ হয়েছিল টেকনো স্পার্ক ৮ ফোন। তারই আপগ্রেড মডেল এবং সাকসেসর হিসেবে এবার ভারতে আসছে টেকনো স্পার্ক ৮ প্রো ফোন। জানা গিয়েছে টেকনো স্পার্ক ৮ প্রো ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে লাইভ হয়েছে এই ফোন। অর্থাৎ এই ই-কমার্স সাইট থেকে কেনা যাবে টেকনো স্পার্ক ৮ প্রো।
কোন কোন স্টোরেজ কনফিগারেশনে টেকনো স্পার্ক ৮ প্রো ফোন লঞ্চ হতে পারে?
বাংলাদেশে এই ফোন ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ করেছে। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় ১৪,৭০০ টাকা। অনুমান, এই একই স্টোরেজ কনফিগারেশন এবং দামে ভারতেও টেকনো স্পার্ক ৮ প্রো ফোন লঞ্চ হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, টেকনো স্পার্ক ৮ লঞ্চ হয়েছিল ২ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। নিয়ে এই ফোনের দাম ছিল ৭৯৯৯ টাকা।
টেকনো স্পার্ক ৮ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন-
বাংলাদেশের মডেলের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা টেকনো স্পার্ক ৮ প্রো ফোনের মিল থাকবে বলেই অনুমান করে নেওয়া হচ্ছে। ফলে দুই ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশনে মিল থাকবে। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন স্পেসিফিকেশন।
আরও পড়ুন- Xiaomi 11i Hypercharge: কোন কোন রঙে লঞ্চ হতে পারে শাওমির আসন্ন এই স্মার্টফোন? জেনে নিন