Nokia মোবাইল আর বাজারে পাওয়া যাবে না! ওই একই ফোন এবার HMD নামে
HMD-র সিইও এবং চেয়ারম্যান জিন-ফ্রাঙ্কোইস বারিল সম্প্রতি জানিয়েছেন যে, Nokia ব্যতিরেকে একটি স্বতন্ত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে কোম্পানিকে প্রতিষ্ঠা করা হচ্ছে। অর্থাৎ, এবার আর Nokia স্মার্টফোন পাওয়া যাবে না, সেই ফোনগুলিই এবার বাজারে HMD Global নামেই লঞ্চ করা হবে।
Nokia-র ফোন বাজারে পাওয়া যায় ঠিকই। কিন্তু নোকিয়া আর তাদের ফোন তৈরি করে না। এই ব্র্যান্ডের লাইসেন্স এখন HMD Global নামক একটি সংস্থার কাছে। বিগত বেশ কিছু বছর ধরে Nokia ফোনগুলি তৈরি করছে HMD Global। একাধিক পুরনো ফোন তারা বাজারে নতুন মোড়কে নিয়ে এসেছে। আবার, একাধিক নতুন ফোনও নোকিয়া ব্র্যান্ডিংয়ে তৈরি করেছে সংস্থাটি। কিন্তু এর মধ্যেই Nokia ব্র্যান্ড ভক্তদের জন্য খানিক অস্বস্তির খবর হাজির হয়েছে। HMD-র সিইও এবং চেয়ারম্যান জিন-ফ্রাঙ্কোইস বারিল সম্প্রতি জানিয়েছেন যে, Nokia ব্যতিরেকে একটি স্বতন্ত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে কোম্পানিকে প্রতিষ্ঠা করা হচ্ছে। অর্থাৎ, এবার আর Nokia স্মার্টফোন পাওয়া যাবে না, সেই ফোনগুলিই এবার বাজারে HMD Global নামেই লঞ্চ করা হবে।
লিঙ্কডইনে মিস্টার বারিল লিখেছেন, “আমরা একটি আসল HMD ব্র্যান্ড প্রতিষ্ঠা করছি। আপনি এইচএমডি ব্র্যান্ডেড মোবাইল ডিভাইসের একটি নতুন পোর্টফোলিও, সেই সঙ্গে নোকিয়া ডিভাইস এবং এক্সাইটিং নতুন পার্টনারদের সঙ্গে সহযোগিতার আশা করতে পারেন।” অন্য আর একটি রিপোর্টে আবার বলা হয়েছে, EUIPO ফাইলিং থেকে আগেই ইঙ্গিত মিলেছিল এই ঘোষণা HMD করতই। অর্থাৎ পূর্বপরিকল্পনা অনুসারেই এমনটা করছে HMD Global। প্রথমে নোকিয়া ব্র্যান্ডের ছাতার তলায় HMD Global এর পরিচিতি তৈরি করা এবং পরবর্তীতে HMD Globalকে একটি স্বতন্ত্র স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে তুলে ধরা।
2017 সালে HMD Global সর্বপ্রথম Nokia-ব্র্যান্ডেড স্মার্টফোন লঞ্চ করে। সেই সময়েই আগমন হয় Nokia 6 এর। ভারতীয় উপভোক্তারা Nokia-র উত্তরাধিকারের প্রতি যথেষ্ট ভালবাসা দেখিয়েছে। তার কয়েক দিনের মধ্যেই সংস্থাটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করতে শুরু করে দেয়। তবে বাজারে প্রতিযোগিতা যে হারে বেড়েছে, তড়িঘড়ি সংস্থাটি মিড-রেঞ্জ এবং এন্ট্রি লেভেলের ফোনও বানাতে থাকে, যার সবথেকে বড় মার্কেট হল ভারত।
Nokiamob এ বিষয়ে আরও ভাল করে আলোকপাত করেছে। তারা জানিয়েছে, HMD তাদের নিজস্ব R&D সেটআপ করেছে, সফটওয়্যার, ডিস্ট্রিবিউশন এবং অপারেশনাল নেটওয়ার্কও তৈরি করেছে, যা ব্র্যান্ডের বৃদ্ধির পথ প্রশস্ত করেছে। আর HMD Global-এর এহেন পদক্ষেপ তাদের প্রস্তুতি নেওয়ার বিষয়টিই প্রতিফলিত করে। কারণ, HMD-র সঙ্গে Nokia-র লাইসেন্সিং চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 2026 সালে এবং তারপরে সংস্থাটি হয়তো অন্য কোনও পার্টনারের সন্ধান করবে।
এখন HMD Global যদি নতুন ব্র্যান্ড হিসেবে উঠে আসে, তাহলে বাজারে নতুন প্লেয়ারের আগমনও হবে। শাওমি, স্যামসাং, রিয়েলমি, ভিভো, ওপ্পো-সহ একাধিক ব্র্যান্ডের সঙ্গে তখন টক্কর দেবে HMD Global।