23,990 টাকার Vivo T1 5G ফোনে 22,000 টাকা ছাড়, নতুন বছরে Flipkart-এর অবাক করা অফার
Vivo T1 5G স্মার্টফোনের আকর্ষণীয় ছাড় মিলছে। 23,990 টাকা দামের এই ফোনটি আপনি কিনতে পারবেন মাত্র 1,990 টাকায়। অর্থাৎ 22,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন আপনি। আর সেই ছাড়টি কেবল Flipkart থেকেই পাবেন আপনি।
Vivo এই মুহূর্তে একটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। সস্তা থেকে বেশি দামি, ভিভো-র সব ফোনেরই রেসপন্স খুব ভাল। বছরের শুরুতেই Vivo-র অত্যন্ত পপুলার একটি হ্যান্ডসেটে ব্যাপক ছাড় মিলছে। জানেন, কী সেই ফোনের নাম? Vivo T1 5G স্মার্টফোনের আকর্ষণীয় ছাড় মিলছে। 23,990 টাকা দামের এই ফোনটি আপনি কিনতে পারবেন মাত্র 1,990 টাকায়। অর্থাৎ 22,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন আপনি। আর সেই ছাড়টি কেবল Flipkart থেকেই পাবেন আপনি। Vivo T1 5G ফোনে আপনি ফ্লিপকার্ট থেকে কীভাবে এই বিরাট টাকা ছাড় পাবেন, এখনই একবার দেখে নিন।
Vivo T1 5G: কত টাকা ছাড় পাওয়া যাবে
Vivo T1 5G ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ মডেলে এই মুহূর্তে ছাড় পাওয়া যাবে। ফোনটির একটি দুর্ধর্ষ রেইনবো ফ্যান্টাসি কালার অপশন রয়েছে। ভিভো-র এই 5G স্মার্টফোনটি যখন লঞ্চ করা হয়েছিল, তখন তার দাম ছিল 23,990 টাকা। এখন এই ফোনের উপরে প্রাথমিকভাবে ফ্লিপকার্ট থেকে 16% ছাড় মিলছে। সেই সঙ্গেই আবার আপনার জন্য রয়েছে একাধিক ব্যাঙ্ক অফার। এই ফোনটি ক্রয় করতে গিয়ে Flipkart Axis Bank Card ব্যবহারকারীরা 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন।
অফারের এখানেই শেষ নয়। তারপরেও আবার থাকছে UPI ট্রান্জ়াকশনের উপরে ছাড়। UPI ট্রান্জ়াকশন করে আপনি যদি এই Vivo T1 5G ফোনটি ক্রয় করেন, তাহলে পেয়ে যাবেন আরও 250 টাকা ছাড়। তবে, সবথেকে বড় ছাড় আপনি পাবেন, যদি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন। এক্সচেঞ্জ অফারে আপনার পুরনো ফোন বদলে যদি আপনি একটা Vivo T1 5G ক্রয় করেন, তাহলে 18,200 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। এই ফোনের সঙ্গে আপনি এক বছরের ওয়ারান্টি পেয়ে যাবেন এবং ফোনের অ্যাক্সেসারিজ়ের উপরে 6 মাসের ওয়ারান্টি পাবেন।
Vivo T1 5G: কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে
1) Vivo T1 5G স্মার্টফোনে রয়েছে 6.58 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে।
2) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP।
3) সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
4) অত্যন্ত শক্তিশালী একটি 5000mAh ব্যাটারি রয়েছে এই ফোনে।
5) পারফরম্যান্সের জন্য এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর।