ভিভো টি১ ৫জি (Vivo T1 5G) ফোনের লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে। আর তার মাধ্যমে এই ফোনের ডিজাইন বোঝা গিয়েছে। এই ছবিতে দেখা গিয়েছে, ভিভো টি১ ৫জি ফোনের ব্যাক প্যানেলে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা (Triple Rear Camera) সেটআপ থাকতে পারে। এর আগেও ভিভো সংস্থার প্রোমো ভিডিয়োতে ভিভো টি১ ৫জি ফোনের এই ফিচার দেখা গিয়েছিল। এর পাশাপাশি নতুন করে এই ফোনের রিটেল বক্স (Retail Box) এবং ক্যামেরার আরও কিছু ফিচার প্রকাশ হয়েছে ইন্টারনেটে। ভিভো সংস্থা জানিয়েছে তাদের ভিভো টি১ ৫জি ফোনের ক্যামেরা কম আলোতেও দারুণ ছবি তুলতে সক্ষম হবে। ভারতে আগামী ৯ ফেব্রুয়ারি ভিভো টি সিরিজের এই ফোন লঞ্চ হবে। তার আগে এই স্মার্টফোনের বেশ কয়েকটি সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার এবং দাম প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য গত বছর অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো টি১ ৫জি ফোন। চিনের ভ্যারিয়েন্টের তুলনায় ভারতে লঞ্চ হতে চলা ভিভো টি১ ৫জি ফোন অনেকটাই আলাদা হবে বলে মনে করা হচ্ছে।
টিপস্টার ঈশান আগরওয়াল ভিভো টি১ ৫জি ফোনের লাইভ ইমেজ শেয়ার করেছে। ছবিতে দেখা গিয়েছে, এই ফোনের ব্যাক প্যানেলে একটি রেনবো বা রামধনু রঙের এফেক্ট বা প্রভাব রয়েছে। ফোনের পিছনের অংশে থাকবে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ। অন্যদিকে আর এক টিপস্টার মুকুল শর্মাও ভিভো টি১ ৫জি ফোনের ক্যামেরা শট এবং রিটেল বক্সের ছবি ফাঁস করেছেন। তাঁর দাবি ভিভোর ক্যামেরা ফিচার সমেত এই ফোন একটি দুর্দান্ত ডিভাইস। ভিভো সংস্থার তরফেও এই ফোনের ক্যামেরা ফিচারের উপর জোর দেওয়া হয়েছে। কম আলোর পরিস্থিতিতেও ভিভো টি১ ৫জি ফোনের ক্যামেরা ভাল ছবি তুলতে পারবে বলে জানানো হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে এই সেগমেন্টের সবচেয়ে দ্রুত বা ফাস্ট ফোন হতে চলেছে এই ভিভো টি১ ৫জি। কয়েকদিন আগে আবার জনপ্রিয় টিপস্টার যোগেশ বরার টুইট করে জানিয়েছেন যে, ভারতে ভিভো টি১ ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যেই হবে।
ভিভো টি১ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার