ভিভোর নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সম্প্রতি শোনা গিয়েছে, ভিভো টি১ (Vivo T1) লঞ্চ হবে ভারতে। এই ফোনের সম্ভাব্য স্টোরেজ কনফিগারেশন কী হতে পারে সেই ব্যাপারেও আভাস পাওয়া গিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ভিভো ‘টি’ সিরিজের (Vivo T Series) এই ফোন ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা যাচ্ছে ভিভো টি১ স্মার্টফোন (Vivo Smartphone) ৮ জিবি র্যাম এবং ১২ জিবি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। গত মাসের একটি রিপোর্টে আবার বলা হয়েছিল যে ভিভো টি সিরিজ আসলে ভারতে বর্তমানে বিক্রি হওয়া ভিভো ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোকে বাজার থেকে সরিয়ে দেবে। গত বছর অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল ভিভো টি১ ফোন। এবার পালা ভারতে। এক জনপ্রিয় টিপস্টার জানিয়েছেন যে এই ফোন ভারতে আসতে চলেছে।
জনপ্রিয় টিপস্টার মুকুল শর্মা এবং ৯১মোবাইল একজোট হয়ে জানিয়েছেন যে ভিভো ‘টি’ সিরিজের ফোন ভিভো টি১ এবার ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চের সম্ভাবনা রয়েছে। টিপস্টার মুকুল শর্মা আরও জানিয়েছেন যে, এই ফোনে ১২ জিবি র্যামও থাকতে পারে। এই ফোনে ৫জি কানেক্টিভিটি থাকতে পারে। তবে এই কয়েকটি তথ্য ছাড়া ভারতে লঞ্চ হতে চলা ভিভো টি১ ফোন প্রসঙ্গে আর বিশেষ কোনও তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। গত বছর চিনে লঞ্চ হওয়া ভিভো টি১ ফোনে ছিল ৫জি কানেক্টিভিটি।
ভিভো টি১ ফোনের স্পেসিফিকেশন (চিনে লঞ্চ হওয়া ফোনের ভিত্তিতে)
আরও পড়ুন- IQOO Z3 5G Price Drop: অ্যামাজন সেলে ২০০০ টাকা সস্তা হল দুর্দান্ত আইকিউওও জ়েডথ্রি ৫জি, নতুন দাম কত?