AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivo T1x ভারতে এসে গেল 50MP ক্যামেরা ও 90Hz ডিসপ্লে সমেত, 11,999 টাকায় অনেক জরুরি ফিচার

Vivo T1x Price And Specifications: বাজেট সেগমেন্টে ভারতে ফের একটি নতুন ফোন লঞ্চ করল ভিভো। সেই ফোনটির দাম ও ফিচার্স সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নিন।

Vivo T1x ভারতে এসে গেল 50MP ক্যামেরা ও 90Hz ডিসপ্লে সমেত, 11,999 টাকায় অনেক জরুরি ফিচার
কম দামে ভারতে এসে গেল Vivo T1x।
| Edited By: | Updated on: Jul 20, 2022 | 2:05 PM
Share

Vivo T1x ফোনটি ভারতে এসে গেল। বুধবার কোম্পনির এই লেটেস্ট বাজেট স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। আকর্ষণীয় ডিসপ্লে রয়েছে এই ফোনে, যার রিফ্রেশ রেট 90Hz। পারফরম্যান্সর জন্য দেওয়া হয়েছে একটি Snapdragon 680 প্রসেসর। ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP। ইনবিল্ট স্টোরেজ থেকে ফোনের RAM বর্ধিত করা যাবে। রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই লেটেস্ট ফোনটির দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।

Vivo T1x দাম ও উপলব্ধতা

Vivo T1x ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে। তাদের মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম 11,999 টাকা। ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা। সর্বশেষ অর্থাৎ হাই-এন্ড 6GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 14,999 টাকা। গ্র্যাভিটি ব্ল্যাক এবং স্পেস ব্লু – ফোনটির দুটি কালার অপশন রয়েছে। 27 জুলাই থেকে এই Vivo T1x ফোনটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

HDFC Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে যাঁরা এই ফোনটি ক্রয় করবেন, তাঁরা পেয়ে যাবেন 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়াও, যাঁরা Flipkart Axis Bank Card-এর মাধ্যমে এই ফোনটি যাঁরা কিনবেন, তাঁরা 5% ক্যাশব্যাক পাবেন।

Vivo T1x স্পেসিফিকেশন, ফিচার

এই ফোনে রয়েছে একটি 6.58 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz, স্ক্রিন টু বডি রেশিও 90.6% এবং NTSC কালার গ্যামুট কভারেজ 96%। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি 6nm Qualcomm Snapdragon 680 প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে থাকছে Android 12 ভিত্তিক Funtouch OS 12।

একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই Vivo T1x স্মার্টফোনে। প্রাইমারি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 50MP সেন্সর রয়েছে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে একটি 2MP সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর রয়েছে। এই ফোনের ক্যামেরার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, সুপার HDR, মাল্টিলেয়ার পোর্ট্রেইট, স্লো-মোশন, প্যানোরমা, লাইভ ফটো এবং সুপার নাইট মোড-সহ আরও অনেক।

Vivo T1x ফোনে অত্যন্ত শক্তিশালী একটি 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি আবার রিভার্স চার্জিং ফিচার ও সাপোর্ট করে।