Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সেরার সেরা পারফর্মার Vivo T2 Pro 5G হাজির হল ভারতে, দাম 23,999 টাকা

Vivo T2 Pro 5G ফোনের দাম শুরু হচ্ছে 23,999 টাকা থেকে। ফোনের দুটি স্টোরেজ মডেল রয়েছে। তার একটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং অপরটি 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই দুই স্টোরেজ ভার্সনের দাম হল 23,999 টাকা এবং 24,999 টাকা।

সেরার সেরা পারফর্মার Vivo T2 Pro 5G হাজির হল ভারতে, দাম 23,999 টাকা
পারফরম্যান্সের দিক থেকে এই ফোন সেরা।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 4:28 PM

উৎসবের মরশুম আগতপ্রায়। আর এই সময়কে কাজে লাগিয়ে একাধিক ব্র্যান্ড তাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসে বাজারে। ব্যতিক্রম নয় Vivo। দেশের বাজারে তারা ফের একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে, যার নাম Vivo T2 Pro 5G। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর। আর এই প্রসেসর থাকার ফলেই ফোনটি এই সেগমেন্টের অন্যতম দ্রুততর ফোন হয়ে উঠেছে। 3D কার্ভড ডিসপ্লে রয়েছে, দুটি কালার অপশনে পাওয়া যাবে এই Vivo T2 Pro 5G। তবে ফোনের সব স্পেসিফিকেশন যদি খতিয়ে দেখা যায়, তাহলে এটিকে iQOO Z7 Pro-র রিব্র্যান্ডেড ভার্সন বলা যেতে পারে।

Vivo T2 Pro 5G: ভারতে দাম ও অন্যান্য তথ্য

Vivo T2 Pro 5G ফোনের দাম শুরু হচ্ছে 23,999 টাকা থেকে। ফোনের দুটি স্টোরেজ মডেল রয়েছে। তার একটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং অপরটি 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। এই দুই স্টোরেজ ভার্সনের দাম হল 23,999 টাকা এবং 24,999 টাকা।

29 সেপ্টেম্বর ঠিক সন্ধে 7টা থেকে এই ফোনের বিক্রিবাট্টা শুরু হবে কেবল ফ্লিপকার্টে। লঞ্চ অফারে Axis Bank এবং ICICI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 2,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। সঙ্গে থাকছে 1,000 টাকার অতিরিক্ত ছাড় এবং নো কস্ট ইএমআই অপশনও।

ডিজ়াইনের দিক থেকে দেখতে গেলে ফোনটিতে কার্ভড ডিসপ্লে এবং গ্লাস ব্ল্যাক দেওয়া হয়েছে। দুটি কালার অপশনে বিক্রয় করা হবে ফোনটি, তার একটি মুন ব্ল্যাক ও অপরটি ডিউন গোল্ড। এই প্রাইস ক্যাটেগরির মধ্যে Vivo T2 Pro 5G হল সবথেকে স্লিম ফোন।

Vivo T2 Pro 5G: ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে – Vivo T2 Pro 5G ফোনে রয়েছে 6.78 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1300 নিটস।

প্রসেসর – পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসরের সাহায্যে।

র‌্যাম ও স্টোরেজ – দুটি স্টোরেজ ভার্সন রয়েছে ফোনটির: 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB।

ক্যামেরা – এই ফোনে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সহযোগে একটি 64MP প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 2MP বোকে লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

সফটওয়্যার – সফটওয়্যার হিসেবে Vivo T2 Pro 5G ফোনে রয়েছে Android 13 আউট অফ দ্য বক্স ভিত্তিক Funtouch OS 13 অপারেটিং সিস্টেম।

ব্যাটারি, চার্জিং – অত্যন্ত শক্তিশালী 4,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 66W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যান্য ফিচার্স – ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য এই ফোনটি IP52 রেটিং প্রাপ্ত।