Vivo V21e 5G: খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, দেখুন সম্ভাব্য ফিচার

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jun 14, 2021 | 7:54 PM

এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

Vivo V21e 5G: খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, দেখুন সম্ভাব্য ফিচার
ছবি প্রতীকী

Follow Us

সদ্যই ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন ফোন ওয়াই৭৩। এবার শোনা যাচ্ছে, ভিভোর আর একটি নতুন ফোন আসতে চলেছে ভারতে। সূত্রের খবর, ভিভো ভি২১ই ৫জি মডেল এবার লঞ্চ হতে পারে ভারতে। যদিও কবে দেশে এই নতুন স্মার্টফোন লঞ্চ হবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে এই নতুন ফোনের সম্ভাব্য কিছু ফিচার নিয়ে ইতিমধ্যেই অনলাইনে আলোচনা শুরু হয়েছে। টিপস্টার ঈশান আগরওয়াল ভিভো ভি২১ই ৫জি ফোনের সম্ভাব্য ফিচার প্রকাশ করেছেন।

কী কী সম্ভাব্য ফিচার থাকতে পারে ভিভো ভি২১ই ৫জি ফোনে?

১। এই ফোনে থাকতে পারে MediaTek Dimensity 700 প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা রয়েছে।

২। এই ফোনে অ্যানড্রয়েড ১১ আউট অফ দ্য বক্স সফটওয়্যার থাকতে পারে।

৩। ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে।

৪। ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে ভিভো ভি২১ই ৫জি ফোনে। এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানোর অপশনও থাকতে পারে।

৫। এই ফোনের ব্যাটারি হতে পারে ৪৪০০mAh। সেই সঙ্গে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

৬। এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়ায় ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ভিভো ভি২১ই- এর ৪জি ভ্যারিয়েন্ট। এই ৪জি ভ্যারিয়েন্টের বেশ কিছু ফিচার ভিভো ভি২১ই ৫জি মডেলেও দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। গত মাসে অর্থাৎ মে মাসের গুগল প্লে কনসোলের তালিকায় ভিভো ভি২১ই ৫জি ফোনের উল্লেখ পাওয়া গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, ভিভো ভি২১ ৫জি ফোনের দাম ২৯,৯৯০ টাকা। এর থেকে ভিভো ভি২১ই ৫জি ফোনের দাম কম হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে, Geekbench এবং BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে ভিভো ভি২১ই ৫জি ফোনের উল্লেখ পাওয়া গিয়েছে।

আরও পড়ুন- Samsung Galaxy M32: ২১ জুন ভারতে লঞ্চ হবে এই ফোন, কত দাম হতে পারে? কী কী ফিচারই বা থাকবে

যদিও এই ফোন ভারতে কবে লঞ্চ হবে, তার দাম এবং ফিচার কী হবে, সেই প্রসঙ্গে ভিভোর তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

Next Article