আগামী ২৪ জুন ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ভি২১ই ৫জি। এখনও পর্যন্ত এই ফোনের ফিচার বা দাম প্রসঙ্গে ভিভো সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে ভারতে ভিভোর এই নতুন স্মার্টফোন লঞ্চের আগে অনলাইনে প্রকাশ হয়েছে ভিভো ভি২১ই ফোনের দাম এবং স্টোরেজ কনফিগারেশন। শোনা যাচ্ছে, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি২১ই ৫জি ফোন। আর এই ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা।
কিছুদিন আগে একটি পোস্টার অনলাইনে প্রকাশ হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল ভিভো ভি২১ই ৫জি ফোনের বিজ্ঞাপন করছেন বিরাট কোহলি। ২০ জুন, এই একই পোস্টার টুইটারে শেয়ার করেছেন ভিভো ইন্ডিয়া কর্তৃপক্ষ। যদিও সেখানে ফোন লঞ্চের দিনক্ষণ ছাড়া আর কিছু ঘোষণা করা হয়নি। ২৪ জুন ভারতীয় সময় বিকেল ৫টায় এই ফোন লঞ্চ হবে বলে জানানো হয়েছে ওই পোস্টারে।
#BlockYourDate! ?️
The stylish new #vivoV21e is launching on 24th June, 2021 at 5 PM. #DelightEveryMoment #MostStylish5G pic.twitter.com/haeFnfwpZ8— Vivo India (@Vivo_India) June 20, 2021
ভিভো ভি২১ই ফোনের সম্ভাব্য ফিচার
আরও পড়ুন- ভারতে কী কী রঙে লঞ্চ করবে Mi 11 Lite? টুইটারে ভিডিয়ো প্রকাশ শাওমি ইন্ডিয়ার