ভারতে লঞ্চ হতে পারে ভিভো ‘ভি’ সিরিজের নতুন ফোন ভি২৩ প্রো। নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২২ সালে জানুয়ারি মাসের শুরুর দিকেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো ভি২৩ প্রো ফোন। অনুমান করা হচ্ছে, চলতি বছর এপ্রিল মাসে যে ভিভো ভি২১ সিরিজ লঞ্চ হয়েছিল, তাকে সরিয়ে এবার লঞ্চ হবে ভিভো ভি২৩ সিরিজের ফোন। বলা হচ্ছে, ভিভো ভি২৩ সিরিজের বেস ভ্যারিয়েন্ট রিলিজ হবে ‘প্রো’ মডেল লঞ্চ হওয়ার পর।
ভিভো ভি২৩ প্রো ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। ভিভো ভি২১ সিরিজেই এই একই প্রাইমারি ক্যামেরা সেনসর ছিল। এর সঙ্গে ছিল ৮ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের আরও দুটো ক্যামেরা সেনসর। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস ছিল ওই ফোনে। 91Mobiles একটি রিপোর্টে দাবি করেছে ভিভো ভি২৩ প্রো আগামী ৪ জানুয়ারি অথবা আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আর বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হবে জানুয়ারির শেষদিকে বা তারপরে। এখনও অবধি পাওয়া তথ্য অনুসারে প্রো মডেলের পরেই লঞ্চ হবে বেস ভ্যারিয়েন্ট।
চিনের সংস্থা ভিভোর তরফে অবশ্য এখনও আনুষ্ঠানিক ভাবে ভিভো ভি২৩ প্রো ফোন লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করা হয়নি। যদিও বিভিন্ন সূত্রে এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভিভো ভি২১ ৫জি ফোনের মতোই স্পেসিফিকেশন থাকবে এই ফোনে। তবে চিপসেট এবং ক্যামেরার ক্ষেত্রে থাকবে আপগ্রেডেড ফিচার। প্রসঙ্গত উল্লেখ্য ভিভো ভি২১ ৫জি ফোনে ছিল একটি মিডিয়াটেক Dimensity ৮০০ইউ প্রসেসর। এর সঙ্গে স্ট্যান্ডার্ড হিসেবে যুক্ত ছিল ৮ জিবি র্যাম। ভিভোর এই ফোনে ছিল ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ছিল ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও ভিভো ভি২১ ৫জি ফোনে ছিল একটি ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের অন্যান্য ফিচারের সঙ্গে ভিভো ভি২৩ প্রো মডেলের মিল থাকলেও উন্নত ধরনের চিপসেট এবং ক্যামেরা ফিচার লক্ষ্য করা যাবে।
অন্যদিকে তাইল্যান্ডে নভেম্বর মাসে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ৫জি ফোন। এখানে রয়েছে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেখা গিয়েছে এই ফোনে। এখানেও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।