ভিভো ভি২৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে ২০২২ সালের জানুয়ারি মাসে। শোনা গিয়েছে, ভারতে এই প্রথম এমন কোনও স্মার্টফোন লঞ্চ হতে চলেছে যেখানে একটি ‘চেঞ্জেবল ফ্লুয়োরাইট গ্লাস’ ডিজাইন থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সূর্যের আলোর সংস্পর্শে এলে এই ফোনের আসল রঙ পরিবর্তন হবে। আলট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এলেও একই কাণ্ড ঘটবে। শুনে মনে হচ্ছে তো ম্যাজিক! কিন্তু বাস্তবে নাকি ভিভোর আসন্ন ফোনে এমন ফিচারই থাকতে চলেছে। আর তা শোনার পর থেকেই ভিভো ভি২৩ প্রো ফোন নিয়ে গ্যাজেট প্রেমীদের মধ্যে উন্মাদনা বেড়ে গিয়েছে।
ইতিমধ্যেই ভিভো ভি২৩ প্রো ফোনের সম্ভাব্য বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে এই ফোনে একটি মিডিয়াটেক Dimensity ১২০০ প্রসেসর থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে অ্যানড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে ভিভো ভি২৩ অর্থাৎ বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হবে ‘প্রো’ মডেল লঞ্চের পরে। 91Mobiles- এর রিপোর্টে বলা হয়েছে, ভিভো ভি২৩ প্রো ফোনের পিছনের অংশে অর্থাৎ রেয়ার প্যানেলে মূলত এই রঙ পরিবর্তন হওয়ার ফিচার লক্ষ্য করা যেতে পারে। এখানে থাকতে পারে একটি ইলেকট্রোক্রোমিক টেকনোলজি, যা মূলত রঙ পরিবর্তনে সাহায্যে করবে। সাইড বাটনে একবার প্রেস করলেই পার্ল হোয়াইট থেকে রঙ বদলে হয়ে যেতে পারে ডিপ ব্লু।
অতি বেগুনি রশ্মি এবং সূর্যালোকের সংস্পর্শে ফোনের রেয়ার প্যানেল এলে তবেই এই ফিচার কাজ করবে, যাকে বলা হচ্ছে Changeable Fluorite Glass design। বলা হচ্ছে অ্যান্টি-গ্লেয়ার ম্যাট গ্লাস (AG)- এর ক্ষেত্রে নাকি এই প্রযুক্তির সাহায্যে অনেক ভাল আলোর প্রতিফলন হবে। অতি বেগুনি রশ্মি এবং সূর্যালোকের সংস্পর্শে ফোনের রেয়ার প্যানেল এলে তা বিভিন্ন রঙে পরিবর্তিত হবে বলে শোনা যাচ্ছে। আগামী মাসে অর্থাৎ নতুন বছরের প্রথমেই সম্ভবত ৪ জানুয়ারি লঞ্চ হতে পারে ভিভো ভি২৩ প্রো ফোন। ৮ জিবি র্যাম এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। শোনা যাচ্ছে প্রো মডেল লঞ্চের পর লঞ্চ হবে বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ভিভো ভি২৩ ফোন।
অনুমান করা হচ্ছে, চলতি বছর এপ্রিল মাসে যে ভিভো ভি২১ সিরিজ লঞ্চ হয়েছিল, তাকে সরিয়ে এবার লঞ্চ হবে ভিভো ভি২৩ সিরিজের ফোন। 91Mobiles একটি রিপোর্টে দাবি করেছে ভিভো ভি২৩ প্রো আগামী ৪ জানুয়ারি অথবা আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আর বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হবে জানুয়ারির শেষদিকে বা তারপরে।