Vivo V23e 5G: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ৫জি ফোন, রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর

ভিভো ভি২৩ই ৫জি ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে।

Vivo V23e 5G: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ৫জি ফোন, রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর
এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। Photo Credit: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2022 | 2:08 PM

ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ৫জি (Vivo V23e 5G) ফোন। এই মডেল ভিভো ভি২৩ ৫জি ফোনেরই একটি উন্নত ভ্যারিয়েন্ট। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো ভি২৩ ৫জি ফোন লঞ্চ হয়েছিল জানুয়ারি মাসে। তার সঙ্গেই লঞ্চ হয়েছিল ভিভো ভি২৩ প্রো ৫জি ফোন। নতুন ভিভো ভি২৩ই ৫জি ফোনে রয়েছে অ্যমোলেড ডিসপ্লে (AMOLED display)। ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ (triple rear cameras)। এছাড়াও ভিভোর এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৮১০ প্রসেসর (octa-core MediaTek Dimensity 810 SoC) রয়েছে। ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ৫জি ফোন।

ভারতে ভিভো ভি২৩ই ৫জি ফোনের দাম এবং উপলব্ধতা

একটিই স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ৫জি ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মার্কেট প্রাইস ২৮,৯৯০ টাকা। কিন্তু ফোন বিক্রি হবে ২৫,৯৯০ টাকায়। মিডনাইট ব্লু এবং সানশাইন গোল্ড, এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২৩ই ৫জি ফোন। ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং সমস্ত বড় রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ফোন কিনলে ক্রেতারা ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

ভিভো ভি২৩ই ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

  • অ্যানড্রয়েড ১২ এবং Funtouch OS 12- এর সাহায্যে পরিচালিত হবে ডুয়াল সিম (ন্যানো) সম্পন্ন এই ফোন।
  • ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এই ফোন।
  • এছাড়াও রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক Dimensity ৮১০ প্রসেসর।
  • প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম।
  • ভিভো ভি২৩ই ৫জি ফোনের পিছনের অংশে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে।
  • এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনের ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি। এই পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো সম্ভব।
  • কাঙ্কেটিভিটি অপশন হিসেবে ভিভোর এই ফোনে রয়েছে ৫জি, ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটূথ ভি৫.১, জিপিএস/এ-জিপিএস, একটি টাইপ-সি ইউএসবি পোর্ট। এছাড়াও রয়েছে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
  • ভিভো ভি২৩ই ৫জি ফোনে একটি ৪০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৪ ৪ওয়াটের ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৭২ গ্রাম।

আরও পড়ুন- Motorola Edge 30 Pro 5G: ভারতে মোটোরোলা এজ ৩০ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে? লঞ্চের আগে প্রকাশ্যে সম্ভাব্য স্পেসিফিকেশনও

আরও পড়ুন- Redmi Note 11S: প্রথমবারের জন্য ভারতে বিক্রি শুরু হচ্ছে রেডমি নোট ১১এস ফোনের, দেখে নিন দাম, অফার এবং স্পেসিফিকেশন