আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিভো এক্স৮০ সিরিজ (Vivo X80 Series) চিনে লঞ্চ হতে চলেছে। তারপর এই ফোন আন্তর্জাতিক বাজারেও উপলব্ধ হবে বলে শোনা গিয়েছে। এর পাশাপাশি ভিভো এক্স৮০ সিরিজের দুটো ফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস- এর সাইটেও দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, ভিভো এক্স৮০ (Vivo X80) এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস (Vivo X80 Pro+) — এই দুই ফোনের নাম দেখা গিয়েছে বিআইএসে- এর ওয়েবসাইটে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে ভিভো এক্স৮০ সিরিজ এবার ভারতেও লঞ্চ হতে চলেছে। অনেকে বলছেন, ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস— এই দুই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি। যদিও এই প্রসঙ্গে ভিভো কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু জানাননি।
ভিভো এক্স৮০ হল ভিভো এক্স৮০ সিরিজের বেস মডেল। আর ভিভো এক্স৮০ প্রো প্লাস হল এই স্মার্টফোন সিরিজের ‘টপ এন্ড’ মডেল। এই দুই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে থাকতে পারে একটি Mali G70 GPU। বিআইএস- এর সাইটে যে ভিভো এক্স৮০ সিরিজের দু’টি ফোনের নাম দেখা গিয়েছে সেটা প্রথমে নজর করেছে ৯১ মোবাইলস সংস্থা। ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস ফোনের মডেল নম্বর বিআইএস সাইটে যথাক্রমে ভি২১৪৪ এবং ভি ২১৪৫। শোনা যাচ্ছে ভিভো এক্স৮০ সিরিজে আরও একটি ফোন থাকতে পারে। সেটি হল ভিভো এক্স৮০ প্রো। তবে এই ফোনের প্রসঙ্গে এখনও বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে বাকি দুটো ফোন অর্থাৎ ভিভো এক্স৮০ এবং ভিভো এক্স৮০ প্রো প্লাস কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে ভিভো সংস্থা কিছু জানায়নি এখনও।
ভিভো এক্স৮০ ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
আরও পড়ুন- OnePlus Nord CE 2 Lite 5G: কেমন দেখতে হবে ওয়ানপ্লাস নর্ড সিই২ লাইট ৫জি ফোন? লঞ্চের আগে দেখে নিন