দামি Vivo X90 Pro এক ধাক্কায় 28,000 টাকা সস্তা, এখনই না কিনলে ফস্কে যাবে অবিশ্বাস্য অফার

Vivo X90 Pro ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম দেশের বাজারে 84,999 টাকা। তবে এখন নবরাত্রি ও দুর্গাপুজো উপলক্ষ্যে এই ফোনের উপরে সরাসরি 10,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। ফলে, Vivo X90 Pro ফোনের দাম সরাসরি 74,999 টাকা হয়ে যাচ্ছে। নতুন অফারে ফোনটি ক্রয় করতে পারবেন একমাত্র Flipkart থেকে।

দামি Vivo X90 Pro এক ধাক্কায় 28,000 টাকা সস্তা, এখনই না কিনলে ফস্কে যাবে অবিশ্বাস্য অফার
ব্যাপক ছাড়ে Vivo-র প্রিমিয়াম হ্যান্ডসেট।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2023 | 1:54 PM

গত এপ্রিলে চিনা স্মার্টফোন জায়ান্ট Vivo ভারতে তাদের ফ্ল্যাগশিপ X90 Pro লঞ্চ করেছিল। প্রিমিয়াম এই ফোনের দাম এতটাই চড়া যে, অনেকের পক্ষে তা কেনা কার্যত মুশকিল। Vivo X90 Pro যে সময় দেশে লঞ্চ করা হয়, তখন তার দাম ছিল 85,000 টাকা। না, তখন থেকে ফোনের দাম একবারও কমানো হয়নি। ফলে, এই প্রিমিয়াম ভিভো হ্যান্ডসেটের দাম এখনও 85,000 টাকাই আছে। তবে এবার উৎসবের মরশুমেই এই ফোনের দাম অনেকটাই কমানো হল।

Vivo X90 Pro-এর গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে একটি AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট অফার করছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 চিপসেট, যা 120W ফাস্ট চার্জিং অফার করছে। সবথেকে গুরুত্বপূর্ণ হল এই ফোনের ক্যামেরা। Zeiss অপটিক্স সহযোগে ফোনটিতে রয়েছে 1 ইঞ্চির Sony IMX989 সেন্সর-সহ আরও অনেক কিছুই। কতটা দাম কমল এই ফোনের, আর কী বিশেষ স্পেসিফিকেশন রয়েছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।

Vivo X90 Pro এক ধাক্কায় অনেকটাই সস্তা

এমনিতে Vivo X90 Pro ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম দেশের বাজারে 84,999 টাকা। তবে এখন নবরাত্রি ও দুর্গাপুজো উপলক্ষ্যে এই ফোনের উপরে সরাসরি 10,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। ফলে, Vivo X90 Pro ফোনের দাম সরাসরি 74,999 টাকা হয়ে যাচ্ছে। নতুন অফারে ফোনটি ক্রয় করতে পারবেন একমাত্র Flipkart থেকে।

এরপরেও থাকছে একাধিক অফার। কাস্টমাররা যখন এই ফোন ক্রয় করবেন, তখন 10,000 টাকার ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন। অথবা বেশ কিছু ব্যাঙ্কের অফারে 24 মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনেও ফোনটি ক্রয় করতে পারবেন। অফারের এখানেই শেষ নয়। ক্যাশিফাই ব্যবহার করে যদি ফোনটি ক্রয় করেন, তাহলে 8,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। আবার, V-Shield Protection প্ল্যানের উপরেও আপনি পেয়ে যাবেন 40 শতাংশ পর্যন্ত ছাড়।

Vivo X90 Pro: ফিচার ও স্পেসিফিকেশন

Vivo X90 Pro ফোনে রয়েছে একটি 6.78 ইঞ্চির AMOLED স্ক্রিন, যা 2K রেজ়োলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ রেজ়োলিউশন সাপোর্ট করে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9200 চিপসেটের সাহায্যে। এই প্রসেসর পেয়ার করা রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজের সঙ্গে। সফটওয়্যার হিসেবে এতে রয়েছে একটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক FunTouch OS কাস্টম স্কিন।

ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ফোনটিতে। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরায় রয়েছে একটি 50MP পোর্ট্রেইট সেন্সর এবং 12MP আলট্রাওয়াইড সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

অত্যন্ত শক্তিশালী একটি 4,870mAh রয়েছে এই ফোনে, যা 120W ফাস্ট ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।