AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivo-র অত্যন্ত জনপ্রিয় দুই ফোন এখন 2,000 টাকা সস্তা

X প্ল্যাটফর্মে Vivo এই দুই ফোনের দাম কমানোর খবরটি ঘোষণা করেছে। এদের মধ্যে Vivo Y100A ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ স্পেসের দাম 23,999 টাকা। অন্য দিকে Vivo Y100-এর 8GB RAM + 128GB স্টোরেজ স্পেসের দাম 21,999 টাকা।

Vivo-র অত্যন্ত জনপ্রিয় দুই ফোন এখন 2,000 টাকা সস্তা
এসে গেল নতুন Vivo ফোন।
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 1:09 PM
Share

Vivo-র জনপ্রিয় দুটি স্মার্টফোনের দাম এক ধাক্কায় অনেকটাই কমে গেল। সেই ফোন দুটির নাম Vivo Y100 এবং Vivo Y100A 5G। ফোন দুটির দাম কমানো হয়েছে যথাক্রমে 2,000 টাকা করে। চলতি বছরের শুরুতেই ফোন দুটি লঞ্চ করা হয়েছিল। কালার-চেঞ্জিং ফ্লুওরাইট AG গ্লাস রিয়ার প্যানেল এবং 90Hz AMOLED ডিসপ্লে রয়েছে। Vivo Y100A 5G ফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর এবং Vivo Y100 ফোনটিতে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 900 প্রসেসর। দুটি Vivo ফোনেই 64MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া রয়েছে 4,500mAh ব্যাটারি, যা 44W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।

Vivo Y100 এবং Vivo Y100A 5G: দাম কত

X প্ল্যাটফর্মে Vivo এই দুই ফোনের দাম কমানোর খবরটি ঘোষণা করেছে। এদের মধ্যে Vivo Y100A ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 21,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ স্পেসের দাম 23,999 টাকা। অন্য দিকে Vivo Y100-এর 8GB RAM + 128GB স্টোরেজ স্পেসের দাম 21,999 টাকা।

এখন এই দুটি ফোনের দামই 2,000 টাকা করে কমার ফলে Vivo Y100 এবং Vivo Y100A 5G-র দাম শুরু হচ্ছে 19,999 টাকা থেকে। নতুন দামে দুটি ফোন আপনি এখন থেকেই ফ্লিপকার্ট, অ্যামাজ়ন এবং ভিভোর অনলাইন স্টোরে ক্রয় করতে পারবেন।

Vivo Y100 এবং Vivo Y100A 5G: ফিচার ও স্পেসিফিকেশন

দুটি ফোনের বেশ কিছু ফিচার্স এক। ফোন দুটি চালিত হবে Android 13 ভিত্তিক FunTouch OS 13 অপারেটিং সিস্টেমের সাহায্যে। এই ফোনে রয়েছে 6.38 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz।

ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে Vivo Y100A 5G এবং Vivo Y100 এই দুটি ফোনেই। প্রাইমারি সেন্সর হিসেবে ফোন দুটিতে 64MP ক্যামেরা রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজ়েশন সাপোর্ট করে। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে দুটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। অত্যন্ত শক্তিশালী একটি 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করে।