Vivo Smartphones: ভিভো ওয়াই সিরিজের দুটো ফোনের একসঙ্গে দাম কমেছে ভারতে, কোন ফোনের দাম কত কমেছে?

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Apr 20, 2022 | 8:53 AM

Vivo Y Series: ভিভো ওয়াই৩৩এস এবং ভিভো ওয়াই৩৩টি- এই দুই ফোনের দাম কমেছে ভারতে। ভিভোর অনলাইন স্টোর এবং ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে কেনা যাবে ভিভো ওয়াই সিরিজের এই দুই ফোন।

Vivo Smartphones: ভিভো ওয়াই সিরিজের দুটো ফোনের একসঙ্গে দাম কমেছে ভারতে, কোন ফোনের দাম কত কমেছে?
ভিভো ওয়াই ৩৩এস এবং ভিভো ওতাই ৩৩টি- এই দুই ফোনের দাম কমেছে ভারতে।

Follow Us

ভারতে ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) দু’টি ফোনের দাম কমেছে। এই ফোনগুলি হল ভিভো ওয়াই৩৩এস (Vivo Y33s) এবং ভিভো ওয়াই ৩৩টি (Vivo Y33T)। এর মধ্যে ভিভো ওয়াই৩৩এস ফোন ২০২১ সালে অর্থাৎ গত বছর অগস্ট মাসে দেশে লঞ্চ হয়েছিল। আর ভিভো ওয়াই৩৩টি ফোন ভারতে লঞ্চ হয়েছে চলতি বছর জানুয়ারি মাসে। এবার ভিভোর এই দুই ফোনেরই দাম কমেছে। ভিভো ওয়াই সিরিজের এই দুই ফোনে বেশ কিছু মিল রয়েছে। বর্তমানে ভিভো ওয়াই৩৩এস এবং ভিভো ওয়াই৩৩টি ফোনের দাম কমে কত হয়েছে এবং কোথায় তা পাওয়া যাচ্ছে ও এই দুই ফোনের ফিচার্সগুলো দেখে নেওয়া যাক।

ভিভো ওয়াই৩৩টি ফোনের নতুন দাম এবং উপলব্ধতা

ভারতে ভিভো ওয়াই৩৩টি ফোন লঞ্চ হয়েছিল ১৮,৯৯০ টাকায়। তবে এখন পাওয়া যাচ্ছে ১৭,৯৯০ টাকায়। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ফোনের দাম কমেছে এক হাজার টাকা। ভিভো কোম্পানির অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৩৩টি ফোন।

ভিভো ওয়াই৩৩এস ফোনের নতুন দাম এবং উপলব্ধতা

ভিভো ওয়াই৩৩এস ফোন ভারতে লঞ্চ হয়েছিল ১৭,৯৯০ টাকায়। এরপর একবার এই ফোনের দাম বেড়েছিল এক হাজার টাকা। তখন দাম হয়েছিল ১৮,৯৯০ টাকা। তবে বর্তমানে ফের ফোনের দাম কমে ১৭,৯৯০ টাকা হয়ে গিয়েছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দামের এই হেরফের লক্ষ্য করা যায়। ভিভোর অনলাইন স্টোর এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।

ভিভো ওয়াই৩৩এস ফোনের বিভিন্ন ফিচার-

  • ভিভো ওয়াই সিরিজের নতুন এই স্মার্টফোন পরিচালিত হয় অ্যানড্রয়েড ১১ ভিত্তিক Funtouch OS 11.1- এর সাহায্যে।
  • এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে।
  • ভিভো ওয়াই৩৩এস ফোনে একটি MediaTek Helio G80 প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ৪ জিবি এক্সটেনডেড র‍্যাম যুক্ত রয়েছে।
  • এই ফোনের রয়েছে ১২৮ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। ফোনে মাইক্রো এসডি কার্ডের জন্য আলাদা স্লটও রয়েছে।
  • ভিভো ওয়াই৩৩এস ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর। এর সঙ্গে রয়েছে একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই, ব্লুটুথ ভি৫, ৪জি, এনএফসি, জিপিএস এবং টাইপ সি ইউএসবি পোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে ফেস আনলক ফিচার।
  • এই ফোনের ব্যাটারি ৫০০০mAh এবং সেখানে রয়েছে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন ১৮২ গ্রাম।

ভিভো ওয়াই৩৩টি ফোনের স্পেসিফিকেশন

  • ডুয়াল সিমের (ন্যানো) এই ফোন অ্যানড্রয়েড এবং FunTouch OS 12- র সাহায্যে পরিচালিত হবে।
  • এই ফোনে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে ভিভো ওয়াই৩৩টি ফোনে।
  • ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এই র‍্যামের পরিমাণ ভার্চুয়ালি বাড়ানো সম্ভব। সেক্ষেত্রে ফোনের ৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ ব্যবহৃত হবে।
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর ছাড়াও একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে।
  • সেলফি এবং ভিডিয়ো কলের জন্য ফোনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেনসর।
  • এই ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ভিভো ওয়াই৩৩টি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। ফোনের ওজন ১৮২ গ্রাম।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, জিপিএস/এ-জিপিএস। এফএম রেডিয়ো এবং একটি টাইপ-সি ইউএসবি পোর্ট রয়েছে। এছাড়াও ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।

আরও পড়ুন- Smartphones Under Rs 13,000: ১৩ হাজারের কমে অ্যামাজনে পাওয়া যাচ্ছে সেরা ৪টি ফোন, রইল তালিকা

Next Article