AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লঞ্চের আগেই ফাঁস Vivo Y35-এর দাম, ফিচার ও স্পেসিফিকেশনও দেখে নিন

টুইটে মহেশ টেলিকম জানাচ্ছে, Vivo Y35-এর 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,499 টাকা। আরও জানানো হয়েছে যে, স্মার্টফোনটি ইতিমধ্যেই কেনার জন্য দোকানে পাওয়া যাচ্ছে। দোকান অর্থাৎ মহেশ টেলিকমের কাছেই।

লঞ্চের আগেই ফাঁস Vivo Y35-এর দাম, ফিচার ও স্পেসিফিকেশনও দেখে নিন
20,000 টাকা বাজেটের মধ্যেই ভারতে লঞ্চ হবে Vivo Y35।
| Edited By: | Updated on: Aug 28, 2022 | 6:54 PM
Share

Vivo শীঘ্রই ভারতে Vivo Y35 ফোনটি লঞ্চ করতে চলেছে। আর সেই লঞ্চের কয়েক প্রহর আগেই এই ফোনের দাম ফাঁস হয়ে গেল অনলাইনে। মুম্বই-ভিত্তিক খুচরা বিক্রেতা মহেশ টেলিকম টুইটারে একটি পোস্টের মাধ্যমে Vivo Y35 এর দাম প্রকাশ করেছে। টুইটে মহেশ টেলিকম জানাচ্ছে, Vivo Y35-এর 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18,499 টাকা। আরও জানানো হয়েছে যে, স্মার্টফোনটি ইতিমধ্যেই কেনার জন্য দোকানে পাওয়া যাচ্ছে। দোকান অর্থাৎ মহেশ টেলিকমের কাছেই।

ওই ট্যুইটে লেখা হয়েছে, “নতুন লঞ্চ #VivoY35 (8/128) এখন ₹18499/-এ উপলব্ধ।”

এদিকে Vivo Y35 ফোনটিকে অনলাইনে সঙ্গীতা মোবাইলের ওয়েবসাইটেও দেখা গিয়েছে, সেখানে ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে অনেক কিছু জানা গিয়েছে। গোল্ড ও ব্ল্যাক- মূলত এই দুই কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি।

Vivo Y35 ফোনে থাকছে একটি 1080×2408 পিক্সেলের FHD+ রেজোলিউশন-সহ 6.58 ইঞ্চির ওয়াটার-ড্রপ নচ স্ক্রিন দিয়ে সজ্জিত ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। হ্যান্ডসেটটি পিছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। সেটআপে একটি 2MP সেকেন্ডারি সেন্সর এবং একটি 2MP ক্যামেরার সঙ্গে যুক্ত থাকবে একটি 50MP প্রধান ক্যামেরা।

সেলফির জন্য স্মার্টফোনটির সামনে একটি 16MP ক্যামেরা থাকছে। Vivo Y35 ফোনটি পারফরম্যান্সের দিক থেকে Qualcomm Snapdragon 680 SoC দ্বারা চালিত হবে এবং Android 12-এর উপর ভিত্তি করে কোম্পানির নিজস্ব Funtouch OS-এ চলবে।

হ্যান্ডসেটটিতে থাকছে 8GB পর্যন্ত RAM এবং 128GB অভ্যন্তরীণ স্টোরেজ। ব্যবহারকারীরা মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে অভ্যন্তরীণ স্টোরেজ প্রসারিত করতে পারবেন। এছাড়াও, এই ফোনে দেওয়া হচ্ছে একটি 5,000mAh ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

কানেক্টিভিটির দিক থেকে ডিভাইসটিতে ডুয়াল-ব্যান্ড WI-Fi, ডুয়াল-সিম 4G, ব্লুটুথ 5 এবং GPS থাকছে। Vivo Y35-এ একটি 3.5mm হেডফোন জ্যাক এবং চার্জ করার জন্য একটি USB Type-C পোর্টও দেওয়া হয়েছে।